Ajker Patrika

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে গুরুদাসপুরে সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে গুরুদাসপুরে সভা

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ও চলনবিলের কৃষি, খাল বিল, নদী-নালা পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের ওই সভা অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে সভাটির আয়োজন করে।

সভায় নেদারল্যান্ডস হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডসের পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তা, পরিকল্পনা কমিশন, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলনবিল অঞ্চলের পক্ষে কৃষক শ্রমিক, শিক্ষক-সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ডেল্টা প্ল্যান নামের একটি প্রকল্প হাতে নিয়েছে। এটিতে মোট ৮০টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে পানির স্থায়ী ব্যবস্থাপনা, কৃষি শিল্পের মানোন্নয়ন, উন্নত স্যানিটেশন, ফিসল্যান্ডিং সেন্টার, খাল খনন, বনায়ন, খাদ্য নিরাপত্তা, দখলকৃত জমি পুনরুদ্ধার ও পরিবেশ সংরক্ষণের মতো উন্নয়নমূলক কাজ রয়েছে। বাংলাদেশকে এ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে নেদারল্যান্ডস। তারই অংশ হিসেবে চলনবিলের সমস্যা সম্ভাবনা নিয়ে তৃণমূলের কৃষক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের উন্মুক্ত মতামত নেওয়া হয়। মূলত চলনবিল কেন্দ্রিক এ প্রকল্প শুরু করতে জরিপ চলছে।

নেদারল্যান্ডস হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডসের পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তা, পরিকল্পনা কমিশন, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল চলনবিলে ওই জরিপ কার্যক্রম চালাচ্ছে।

সভায় কৃষক মাহবুবুর রহমান চলনবিলে মাছ চাষ ও কৃষি পণ্য উৎপাদনে নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, চলনবিলের কৃষিকে বাঁচাতে নদী-নালা খনন এবং চাষাবাদের জন্য পানি সংরক্ষণ করতে হবে। পানি সংরক্ষণ করা গেলে চলনবিলের বিপুলসংখ্যক মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারবেন।

বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রকল্পের ডেপুটি ডিরেক্টর মির্জা মহিউদ্দীন বলেন, দেশের দখলকৃত খাল-বিল পুনরুদ্ধারসহ ৮০টি কার্যক্রম নিয়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চলনবিল এবং এই অঞ্চলের কৃষিতে অপার সম্ভাবনা তৈরি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত