আমনে পোকার হানা, দুশ্চিন্তায় কৃষকেরা
মজুরি খরচ, সার, কীটনাশকের বাড়তি দামেই কৃষকের নাভিশ্বাস। এর মধ্যে আবার আমনে কারেন্ট পোকার হানা। পোকার আক্রমণ দেখা দেওয়ায় কৃষকেরা আমন নিয়ে পড়েছেন চরম বিপাকে। এই পোকার আক্রমণে ধানের গাছ পুরো শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, এতে প্রচুর পরিমাণে চিটা পড়ছে। মেহেরপুরের গাংনী উপজেলার মাঠের বর্তমান চিত্র এটি।