ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আবহাওয়া অনুকূলে থাকলে আর মাত্র ১০ থেকে ১২ দিন পরই কৃষকেরা বুকভরা আশা নিয়ে কাস্তে চালাবেন রোপা আমনের ধান খেতে। দিগন্তজোড়া মাঠে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে ধানের সোনালি শিষের সঙ্গে কৃষকের রঙিন স্বপ্ন। ঠিক এ সময় আবহাওয়াজনিত কারণে কারেন্ট পোকার আক্রমণের খবরে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এরই মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এই পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।
দূর থেকে দেখলে মনে হচ্ছে খেতের ধান পেকে গেছে। ধানের শিষ ও গাছ সম্পূর্ণ সোনালি বর্ণ হয়ে গেছে। আক্রান্ত গাছে ধানের ভেতরে কোনো দানা নেই। শত চেষ্টা করেও প্রতিকার না মেলায় কৃষকের সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে উপজেলা কৃষি অধিদপ্তর আক্রান্ত এলাকায় যাবতীয় ব্যবস্থা গ্রহণে তৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়।
আজ রোববার উপজেলার বল্লা মাঠে দেখা গেছে, কম বেশি প্রায় ধান খেতেই কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ মাঠে মহসিন আলম মুক্তি, বাবলুর রহমান, সালাউদ্দীন লাল্টুর রোপা আমনের ধান খেত কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে।
মহসিন আলম মুক্তি বলেন, ‘তিন বিঘা ১৫ কাটা জমিতে এবার আমান ধানের চাষ করে ছিলাম। আক্রান্ত খেতে প্রতিকার পেতে ওষুধ ছিটানোর পরও কোনো ফল পাইনি। শেষে সময়ের আগেই ধান কেটেছি। তাতে কিছু ধান-বিচালি বাঁচাতে পেরেছি। তারপরও ধান চাষে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে।’
মহসিন আলম মুক্তি অভিযোগ করেন, ‘আমাদের এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) কে তা কোনো কৃষক জানেন না। কোনো দিন এলাকায় আসতেও দেখেননি।’
একই গ্রামের বাবলুর রহমান বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে সপ্তাহ খানিক পরই খেতে কাঁচি চালাব। এ অবস্থায় আশপাশে কারেন্ট পোকার আক্রমণ দেখে আগে ভাগেই ওষুধ ছিটায়েছি সব খেতে। তারপরও খেত আক্রান্ত হয়েছে। আক্রান্ত ১৮ কাটা জমির ধান কেটেছি। তাতে এক ছটাক ধান-বিচালি কিছুই হয়নি।
বল্লা বাজারের কীটনাশক বিক্রেতা আব্দুল মাজিদ বলেন, এবার আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ এত বেশি যে পর্যাপ্ত প্রতিষেধক ওষুধ সরবরাহ করে পারা যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, এটা আবহাওয়াজনিত পোকার আক্রমণ। কারেন্ট পোকার হাত থেকে রেহাই পেতে আগে থেকে আলোক ফাঁদের মাধ্যমে পোকা নির্ণয় করে ওষুধ ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঝিকরগাছাতে রোপা আমনের ধানখেতে আক্রান্তের হার এখনো সহনীয় পর্যায়ে আছে।
আবহাওয়া অনুকূলে থাকলে আর মাত্র ১০ থেকে ১২ দিন পরই কৃষকেরা বুকভরা আশা নিয়ে কাস্তে চালাবেন রোপা আমনের ধান খেতে। দিগন্তজোড়া মাঠে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে ধানের সোনালি শিষের সঙ্গে কৃষকের রঙিন স্বপ্ন। ঠিক এ সময় আবহাওয়াজনিত কারণে কারেন্ট পোকার আক্রমণের খবরে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এরই মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এই পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।
দূর থেকে দেখলে মনে হচ্ছে খেতের ধান পেকে গেছে। ধানের শিষ ও গাছ সম্পূর্ণ সোনালি বর্ণ হয়ে গেছে। আক্রান্ত গাছে ধানের ভেতরে কোনো দানা নেই। শত চেষ্টা করেও প্রতিকার না মেলায় কৃষকের সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে উপজেলা কৃষি অধিদপ্তর আক্রান্ত এলাকায় যাবতীয় ব্যবস্থা গ্রহণে তৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়।
আজ রোববার উপজেলার বল্লা মাঠে দেখা গেছে, কম বেশি প্রায় ধান খেতেই কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ মাঠে মহসিন আলম মুক্তি, বাবলুর রহমান, সালাউদ্দীন লাল্টুর রোপা আমনের ধান খেত কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে।
মহসিন আলম মুক্তি বলেন, ‘তিন বিঘা ১৫ কাটা জমিতে এবার আমান ধানের চাষ করে ছিলাম। আক্রান্ত খেতে প্রতিকার পেতে ওষুধ ছিটানোর পরও কোনো ফল পাইনি। শেষে সময়ের আগেই ধান কেটেছি। তাতে কিছু ধান-বিচালি বাঁচাতে পেরেছি। তারপরও ধান চাষে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে।’
মহসিন আলম মুক্তি অভিযোগ করেন, ‘আমাদের এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) কে তা কোনো কৃষক জানেন না। কোনো দিন এলাকায় আসতেও দেখেননি।’
একই গ্রামের বাবলুর রহমান বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে সপ্তাহ খানিক পরই খেতে কাঁচি চালাব। এ অবস্থায় আশপাশে কারেন্ট পোকার আক্রমণ দেখে আগে ভাগেই ওষুধ ছিটায়েছি সব খেতে। তারপরও খেত আক্রান্ত হয়েছে। আক্রান্ত ১৮ কাটা জমির ধান কেটেছি। তাতে এক ছটাক ধান-বিচালি কিছুই হয়নি।
বল্লা বাজারের কীটনাশক বিক্রেতা আব্দুল মাজিদ বলেন, এবার আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ এত বেশি যে পর্যাপ্ত প্রতিষেধক ওষুধ সরবরাহ করে পারা যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, এটা আবহাওয়াজনিত পোকার আক্রমণ। কারেন্ট পোকার হাত থেকে রেহাই পেতে আগে থেকে আলোক ফাঁদের মাধ্যমে পোকা নির্ণয় করে ওষুধ ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঝিকরগাছাতে রোপা আমনের ধানখেতে আক্রান্তের হার এখনো সহনীয় পর্যায়ে আছে।
চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
২ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে