Ajker Patrika

বরিশাল বিএম কলেজ: গভীর রাতে ছাত্রীদের ফোন দেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৯: ৪৬
এম মওদুদ আহ‌মে‌দ। ছবি: সংগৃহীত
এম মওদুদ আহ‌মে‌দ। ছবি: সংগৃহীত

বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, উত্ত্যক্ত ও প্রাইভেট পড়তে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবার সংশ্লিষ্ট চিঠি পেয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে অভিযুক্ত শিক্ষক মওদুদ‌কে ছুটিতে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আজ কলেজে গিয়ে এ বিষয়ে কথা বলতে চাইলে দর্শন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা ইতস্তত বোধ করেন। নাম প্রকাশ না করার শর্তে দুই শিক্ষার্থী জানান, শিক্ষক মওদুদের প্রধান লক্ষ্য তাঁর কাছে প্রাইভেট পড়া। এ ছাড়া ইনকোর্স ও মৌখিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি দেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষক মওদুদ ছাত্রীদের গভীর রাতে ফোন দেন এবং তাঁদের রাতে ফোন করতে বলেন।

এসব ঘটনার প্রতিকার চেয়ে গত শনিবার অর্ধশত শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে জানতে শিক্ষক মওদুদের মোবাইল ফোনে কল দিলে একজন ধরে বলেন, ‘আমি তাঁর স্টাফ। স্যার‌কে সন্ধ্যার পর পাবেন।’ পরে আর ফোন ধরেননি।

তদন্তের বিষয়ে কমিটির সদস্য ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ম‌হিউদ্দিন বলেন, তাঁরা আজ এ-সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন। তবে এখনো তদন্ত শুরু করেননি। ম‌হিউদ্দিন জানান, শিক্ষক মওদুদ দাবি করেছেন যে প্রাইভেট পড়ানো নিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

তদন্ত কমিটির প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মামুন উর র‌শিদ খান বলেন, আজ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা এখন কাজ শুরু করবেন।

যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে ছুটিতে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত