বিয়ের পর শুটিং সেটেই সময় কাটছে কিয়ারার
সব লুকোচুরির অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন কিয়ারা আদভানি। বিয়ের পরে হানিমুনে যাওয়ারও সময় পাননি সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি। এ সেট থেকে ও সেটে ব্যস্ত সময় কাটছে কিয়ারার। সিনেমার শুটিং, ফটোশুট, বিজ্ঞাপন—সব মিলিয়ে বিয়ের আগেও তিনি এতটা ব্যস্ত ছিলেন না, যতটা ব্যস্ততা এখন যাচ্ছে।