Ajker Patrika

বিয়ের পর শুটিং সেটেই সময় কাটছে কিয়ারার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১০: ০৭
বিয়ের পর শুটিং সেটেই  সময় কাটছে কিয়ারার

সব লুকোচুরির অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন কিয়ারা আদভানি। বিয়ের পরে হানিমুনে যাওয়ারও সময় পাননি সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি। এ সেট থেকে ও সেটে ব্যস্ত সময় কাটছে কিয়ারার। সিনেমার শুটিং, ফটোশুট, বিজ্ঞাপন—সব মিলিয়ে বিয়ের আগেও তিনি এতটা ব্যস্ত ছিলেন না, যতটা ব্যস্ততা এখন যাচ্ছে।

সম্প্রতি কিয়ারা দক্ষিণী তারকা রামচরনের সঙ্গে ‘আরসি ১৫’ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন। এরপর যোগ দিয়েছেন ‘সত্যপ্রেম কি কথা’র শুটিংয়ে। সমীর বিদ্যাংশের পরিচালনায় কাশ্মীরে চলছে সিনেমার শেষ অংশের কাজ। চারদিকে পাহাড়। সাদা বরফের চাদরে মোড়া। পাহাড়ের বুকে ছোট্ট গ্রামের মধ্যে নীরবে চলছে সিনেমার কাজ। সেখানে হিমশীতল পরিবেশে ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। শুটিং স্পট থেকে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিয়ারা জানালেন, সেখানে এখন মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রা চলছে।

কিয়ারা আদভানি‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান। কার্তিক-কিয়ারা জুটি ইতিমধ্যেই বক্স অফিসে সফল। গত বছর দক্ষিণী সিনেমাগুলোর ভিড়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। তখনই বক্স অফিসে সাফল্য এনে দেয় কার্তিক-কিয়ারার ‘ভুলভুলাইয়া ২’। এ জুটির নতুন সিনেমায় সত্যপ্রেম চরিত্রে অভিনয় করছেন কার্তিক। আর কিয়ারার চরিত্রের নাম কথা। তাঁরা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠকের মতো অভিনয়শিল্পীরা। আগামী ২৯ জুন ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

 শুধু কিয়ারা নন, সিদ্ধার্থ মালহোত্রাও বিয়ের পর ওটিটি ও সিনেমায় ব্যস্ত সময় পার করছেন। বছরের শেষ দিকে জুটি হয়ে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন বাস্তবের এ জুটি। করণ জোহরের প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত