Ajker Patrika

সত্যপ্রেম কি কথা সিনেমার ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছে কার্তিক-কিয়ারার রসায়ন

আপডেট : ০৫ জুন ২০২৩, ১৩: ৩৭
সত্যপ্রেম কি কথা সিনেমার ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছে কার্তিক-কিয়ারার রসায়ন

আজ সোমবার প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার বহুল প্রত্যাশিত ট্রেলার। আজ সকালে দুই মিনিট ছত্রিশ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পরই কিয়ারা-কার্তিকের রসায়ন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। এর আগে গত মাসে প্রকাশ পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটির টিজার।

ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া-২’-এ অসাধারণ অভিনয়ের পর আবারও এই সিনেমার মাধ্যমে পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক-কিয়ারা। সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ। রোমান্টিক ঘরানার সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি।

সত্যপ্রেম কি কথা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীতকিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান নসিব সে। তখনই প্রযোজকেরা জানিয়েছিলেন জুন মাসের প্রথম সপ্তাহে আসবে সত্যপ্রেম কি কথা সিনেমার ট্রেলার। গতকাল রোববার সকালেই কার্তিক জানিয়েছিলেন, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালেই মুক্তি পাবে সিনেমাটির জমজমাট ট্রেলার।

কার্তিক-কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া।

প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৯ জুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত