আজ সোমবার প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার বহুল প্রত্যাশিত ট্রেলার। আজ সকালে দুই মিনিট ছত্রিশ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পরই কিয়ারা-কার্তিকের রসায়ন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। এর আগে গত মাসে প্রকাশ পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটির টিজার।
ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া-২’-এ অসাধারণ অভিনয়ের পর আবারও এই সিনেমার মাধ্যমে পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক-কিয়ারা। সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ। রোমান্টিক ঘরানার সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান নসিব সে। তখনই প্রযোজকেরা জানিয়েছিলেন জুন মাসের প্রথম সপ্তাহে আসবে সত্যপ্রেম কি কথা সিনেমার ট্রেলার। গতকাল রোববার সকালেই কার্তিক জানিয়েছিলেন, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালেই মুক্তি পাবে সিনেমাটির জমজমাট ট্রেলার।
কার্তিক-কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া।
প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৯ জুন।
আজ সোমবার প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার বহুল প্রত্যাশিত ট্রেলার। আজ সকালে দুই মিনিট ছত্রিশ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পরই কিয়ারা-কার্তিকের রসায়ন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। এর আগে গত মাসে প্রকাশ পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটির টিজার।
ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া-২’-এ অসাধারণ অভিনয়ের পর আবারও এই সিনেমার মাধ্যমে পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক-কিয়ারা। সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ। রোমান্টিক ঘরানার সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান নসিব সে। তখনই প্রযোজকেরা জানিয়েছিলেন জুন মাসের প্রথম সপ্তাহে আসবে সত্যপ্রেম কি কথা সিনেমার ট্রেলার। গতকাল রোববার সকালেই কার্তিক জানিয়েছিলেন, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালেই মুক্তি পাবে সিনেমাটির জমজমাট ট্রেলার।
কার্তিক-কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া।
প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৯ জুন।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১১ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১১ ঘণ্টা আগে