Ajker Patrika

পরিবার নিয়ে রণবীরদের গ্যারেজে থাকতেন অনিল কাপুর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ০৬
পরিবার নিয়ে রণবীরদের গ্যারেজে থাকতেন অনিল কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। তাঁর সাফল্যের গল্প সবার জানা। অবশ্য নিজের সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করতেও দ্বিধা করেন না অভিনেতা। এক সময় মাথা গোঁজার ঠাঁইটুকুও সংস্থান করতে পারেননি তিনি। পরিবার নিয়ে রণবীর কাপুরদের গ্যারেজে থাকতেন। 

অনিল কাপুরের বাবা সুরিন্দর কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের চাচাতো ভাই। আর পৃথ্বীরাজ হলেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের দাদা। অনিল যখন তাঁর পরিবারের সঙ্গে মুম্বাইতে চলে আসেন, তখন থাকার জায়গা ছিল। পরিবার নিয়ে কয়েক বছর পৃথ্বীরাজের গ্যারেজে থাকেন। পরে একটি ভাড়া বাসায় চলে যান। সেখানেই দীর্ঘদিন বসবাস করেছেন। 

অনিল কাপুর অনেকবার এ নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি শুধু টাকার জন্য প্রথম কয়েকটি চলচ্চিত্রে স্বাক্ষর করেছিলাম। কারণ আমার পরিবারের গুরুতর আর্থিক সংকট ছিল। আমার দায়িত্ববোধ থেকে বেঁচে থাকার জন্য যা করতে হয়েছিল তা–ই করেছিলাম।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, ‘আমার পরিবার ও আমি ভাগ্যবান যে, সেই সময়গুলো পেছনে ফেলে আসতে পেরেছি। এরপর থেকে আমাদের পরিস্থিতি ভালো হতে শুরু করে। কিন্তু যদি আমাদের ভাগ্য আবার পরিবর্তন হয় এবং আমরা আবার খারাপ সময়ের মুখোমুখি হই, তাহলে আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার তা করার বিষয়ে আমি দুবার ভাবব না।’ 

অনিল কাপুরকে সর্বশেষ গত বছর রাজ মেহতার ‘জুগ জুগ জিয়ো’ সিনেমায় নীতু কাপুরের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা গেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। 

এ বছর মুক্তি পাবে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অনিল কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল ও পরিণীতি চোপড়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত