মোশারফ হোসেন
কিয়ারা-সিদ্ধার্থ
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়েতে একটি হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন কিয়ারা। লেহেঙ্গাটিতে রোমান স্থাপত্যের জটিল সূচিকর্ম সূক্ষ্মভাবে এমব্রয়ডারি করা ছিল। এটি ডিজাইন করেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও ধারণা করা হয়, লেহেঙ্গাটির দাম বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ। এ ছাড়া জাম্বিয়ান পান্না দিয়ে তৈরি হীরার নেকলেস পরেছিলেন কিয়ারা। দুই হাতে ছিল সুন্দর কালিরার ডিজাইনার মৃণালিনী চন্দ্র। বিয়েতে শেরওয়ানি পরেন সিদ্ধার্থ। কিছু সুতা ও বাদলার কাজ এবং প্রচুর সোনার জারদৌসি দিয়ে তৈরি হয়েছিল সেই শেরওয়ানি। এ ছাড়া হীরার আংটি, ম্যাচিং কিলাঙ্গিতে রাজকীয় রূপে হাজির হন সিদ্ধার্থ।
আথিয়া-রাহুল
জানুয়ারির ২৩ তারিখে বিয়ের কাজ সেরে ফেলেন বলিউড তারকা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে এল রাহুল। প্রেম থেকে বিয়ের মঞ্চে জুটিবদ্ধ হন দুই ভুবনের এই দুই তারকা। বিয়েতে অনামিকা খান্নার ডিজাইন করা গোলাপি লেহেঙ্গা পরেছিলেন আথিয়া। ফুলের অলংকরণ ও সূচিকর্মের দারুণ মেলবন্ধন ঘটেছিল আথিয়ার লেহেঙ্গায়। ম্যাচিং করা ফুলহাতার ব্লাউজের সঙ্গে ছিল দোপাট্টা। আরও ছিল ভারী পাথরের চোকার, ম্যাচিং কানের দুল এবং সুগন্ধি কালিরা। রাহুল পরেছিলেন হাতির দাঁতের কাজ করা শেরওয়ানি। এমব্রয়ডারি করা লম্বা ওভারকোট ছিল শেরওয়ানির ওপর। গলায় ছিল দোপাট্টা ও কয়েক স্তরবিশিষ্ট পান্নার নেকপিস।
ধিকা-অনন্ত
গত মাসে বাগদান সেরেছেন আম্বানি বংশের ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। বাগদান অনুষ্ঠানে রাধিকা ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার ম্যাচিং এমব্রয়ডারি করা ব্লাউজসহ সোনার অলংকৃত লেহেঙ্গা পরেছিলেন। বাগদানের আগে মেহেদি অনুষ্ঠানে গাঢ় গোলাপি রঙের লেহেঙ্গা পরেন রাধিকা, যার দাম ছিল প্রায় ৫ লাখ টাকা। বাগদান অনুষ্ঠানে হীরার তৈরি চুলের চেইন কানের দুলের সঙ্গে বেঁধে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছিল। রাধিকা চুলের মাঝ সিঁথি বরাবর পরেছিলেন টিকলি। অন্যদিক অনন্ত আম্বানির পরনে ছিল নীল রঙের রাজকীয় কুর্তা ও পাজামা।
কিয়ারা-সিদ্ধার্থ
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়েতে একটি হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন কিয়ারা। লেহেঙ্গাটিতে রোমান স্থাপত্যের জটিল সূচিকর্ম সূক্ষ্মভাবে এমব্রয়ডারি করা ছিল। এটি ডিজাইন করেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও ধারণা করা হয়, লেহেঙ্গাটির দাম বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ। এ ছাড়া জাম্বিয়ান পান্না দিয়ে তৈরি হীরার নেকলেস পরেছিলেন কিয়ারা। দুই হাতে ছিল সুন্দর কালিরার ডিজাইনার মৃণালিনী চন্দ্র। বিয়েতে শেরওয়ানি পরেন সিদ্ধার্থ। কিছু সুতা ও বাদলার কাজ এবং প্রচুর সোনার জারদৌসি দিয়ে তৈরি হয়েছিল সেই শেরওয়ানি। এ ছাড়া হীরার আংটি, ম্যাচিং কিলাঙ্গিতে রাজকীয় রূপে হাজির হন সিদ্ধার্থ।
আথিয়া-রাহুল
জানুয়ারির ২৩ তারিখে বিয়ের কাজ সেরে ফেলেন বলিউড তারকা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে এল রাহুল। প্রেম থেকে বিয়ের মঞ্চে জুটিবদ্ধ হন দুই ভুবনের এই দুই তারকা। বিয়েতে অনামিকা খান্নার ডিজাইন করা গোলাপি লেহেঙ্গা পরেছিলেন আথিয়া। ফুলের অলংকরণ ও সূচিকর্মের দারুণ মেলবন্ধন ঘটেছিল আথিয়ার লেহেঙ্গায়। ম্যাচিং করা ফুলহাতার ব্লাউজের সঙ্গে ছিল দোপাট্টা। আরও ছিল ভারী পাথরের চোকার, ম্যাচিং কানের দুল এবং সুগন্ধি কালিরা। রাহুল পরেছিলেন হাতির দাঁতের কাজ করা শেরওয়ানি। এমব্রয়ডারি করা লম্বা ওভারকোট ছিল শেরওয়ানির ওপর। গলায় ছিল দোপাট্টা ও কয়েক স্তরবিশিষ্ট পান্নার নেকপিস।
ধিকা-অনন্ত
গত মাসে বাগদান সেরেছেন আম্বানি বংশের ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। বাগদান অনুষ্ঠানে রাধিকা ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার ম্যাচিং এমব্রয়ডারি করা ব্লাউজসহ সোনার অলংকৃত লেহেঙ্গা পরেছিলেন। বাগদানের আগে মেহেদি অনুষ্ঠানে গাঢ় গোলাপি রঙের লেহেঙ্গা পরেন রাধিকা, যার দাম ছিল প্রায় ৫ লাখ টাকা। বাগদান অনুষ্ঠানে হীরার তৈরি চুলের চেইন কানের দুলের সঙ্গে বেঁধে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছিল। রাধিকা চুলের মাঝ সিঁথি বরাবর পরেছিলেন টিকলি। অন্যদিক অনন্ত আম্বানির পরনে ছিল নীল রঙের রাজকীয় কুর্তা ও পাজামা।
শেষের কবিতায় রবীন্দ্রনাথ কেতকী, মানে কেটি মিত্রকে নিয়ে বলেছেন, ‘জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল।’ আর পরবর্তী বয়সে? সেই সরল ঠোঁটকে খানিকটা অতিরঞ্জিত করতেই বাড়তি প্রসাধন ব্যবহার করত সে। কোমর ছাড়িয়ে যাওয়া চুলে সে চালিয়ে দিয়েছিল কাঁচি..
১৯ ঘণ্টা আগেঅফিসে কাজের চাপ থাকবেই। তবে মাঝে মাঝে কাজের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে তা হয়ে দাঁড়ায় মানসিক চাপের কারণ। কিন্তু রোজ যে কাজগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মানসিক চাপে থাকলে নিজের ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ে। তাই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে কয়েকটা উপায় যদি অবলম্বন করা হয়...
১৯ ঘণ্টা আগেবৈশাখের তপ্ত দিনে ঠাকুরবাড়ির হেঁশেলঘরে কী রান্না হতো? প্রশ্নটা রবীন্দ্রপ্রেমীদের মনে জাগতেই পারে। ঠাকুরবাড়ির সদস্যরা রোদের প্রকোপ থেকে বাঁচতে ত্বকের যেভাবে যত্ন নিতেন, তা থেকে ধারণা করা যায়, তাঁরা এই সময়ে খাওয়াদাওয়ার ব্যাপারেও ছিলেন সচেতন। পঁচিশে বৈশাখ উপলক্ষে থাকছে ‘ঠাকুরবাড়ির রান্না...
২০ ঘণ্টা আগেআজ ৪ মে, কিংবদন্তি তারকা অড্রে হেপবার্নের জন্মদিন। অড্রে কেবল একজন চলচ্চিত্র তারকাই নন, তিনি ছিলেন সৌন্দর্য ও শৈলীর জীবন্ত প্রতিমা। তাঁর চপলতা, কোমলতা ও সহজাত সৌন্দর্য আজও সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে গেঁথে রয়েছে। এই সৌন্দর্যের জন্য কী করতেন তিনি? খুব বেশি কিছু নয়, বেশ কয়েকটি ভালো অভ্যাসই তাঁকে এত
১ দিন আগে