Ajker Patrika

৯ বছর পেরিয়েও কিয়ারার সবে শুরু

৯ বছর পেরিয়েও কিয়ারার সবে শুরু

বলিউডে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। শুধু জনপ্রিয় নন, বক্স অফিসেও বেশ কার্যকর এ নায়িকা। দিয়ে যাচ্ছেন একের পর ব্যবসাসফল সিনেমা। তবে হুট করেই প্রথম সারির নায়িকা হয়ে যাননি কিয়ারা। ২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ফাগলি। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার।

দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। এ অ্যান্থোলজি সিনেমায় তাঁর অভিনয়ের প্রশংসা করেননি, এমন দর্শক খুঁজে পাওয়া ভার।

এভাবেই অনেকটা ধীরপায়ে এগিয়েছেন কিয়ারা। শক্ত হাতে তৈরি করেছেন নিজের ক্যারিয়ারের ভিত। এখন সাফল্য যেন কিয়ারার ছায়াসঙ্গী। একের পর এক সাফল্যের কাহিনি লিখে চলেছেন তিনি। গত চার বছরে ‘কবির সিং’, ‘শেরশাহ’, ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া টু’-এর মতো হিট সিনেমার সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। দেখতে দেখতে বলিউডে অনেকটা সময় পার করে দিলেন কিয়ারা। ১৩ জুন তাঁর ক্যারিয়ারের ৯ বছর পূর্তি হয়েছে।

কর্মজীবনের ৯ বছর পূর্তিতে ভিন্নভাবে সবাইকে ধন্যবাদ জানালেন কিয়ারা। ইনস্টাগ্রামে হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে রাখলেন নিজস্বতার ছোঁয়া। খোলা চিঠিতে ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের। সেই সঙ্গে আরও জানালেন, অভিনয়ের জার্নি তাঁর সবে শুরু। আরও দীর্ঘ পথ চলতে চান সবাইকে নিয়ে। আরও শিখতে চান, আরও বড় হতে চান।

কিয়ারা লিখেছেন, ‘সকল শুভাকাঙ্ক্ষীকে হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ এই ৯ বছর আমার পাশে থাকার জন্য এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’ তিনি আরও লেখেন, ‘৯ বছর কেটে গেছে। কিন্তু এখনো মনে হচ্ছে সবে শুরু। মনে কৃতজ্ঞতা এবং চোখে স্বপ্ন নিয়ে ভবিষ্যতে নিজের কাজের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করা ও আনন্দ দেওয়ার অপেক্ষায় আছি। আপনাদের পাশে নিয়ে আরও পথ চলতে চাই।’

মুক্তির অপেক্ষায় কিয়ারা আদভানি অভিনীত নতুন সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’। এ সিনেমায় তাঁকে দ্বিতীয়বার কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত