আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।
অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।
কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।
আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।
অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।
কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৬ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৬ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৬ ঘণ্টা আগে