বিনোদন ডেস্ক
আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।
অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।
কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।
আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।
অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।
কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৩৭ মিনিট আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৯ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৩ ঘণ্টা আগে