কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও ৫ মন্ত্রী নিয়োগ দিল তালেবান
তালেবানের কাবুল দখলের পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো দেশটিতে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়নি। এর মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দিয়েছে তালেবান। এ তালিকায় রয়েছে পাঁচটি মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, কাবুলের মেয়র ও গভর্নরের মতো পদ।