Ajker Patrika

স্বাধীনতা দিবসে আগের পতাকা চায় আফগানরা

সুরাত খান আহমেদজাই 
স্বাধীনতা দিবসে আগের পতাকা চায় আফগানরা

আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিনের মধ্যেই সেই ২০ বছর পুরোনো রূপে ফিরতে শুরু করেছে তালেবানরা। অথচ কাবুল দখলের পর তারা বলেছিল, সহিংসতা ও লুটতরাজ থেকে জনগণকে বাঁচাবে তারা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও তালেবানরা শান্তির বার্তা শুনিয়েছে। কিন্তু একদিনের ব্যবধানেই নিজেদের প্রতিশ্রুতি ভুলে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে তারা।

আজ ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতা দিবস। এর ঠিক আগের দিন গতকাল বুধবার জালালাবাদ প্রদেশে পুরোনো পতাকা রক্ষার দাবিতে আন্দোলনরতদের ওপর গুলি চালায় তালেবান। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন স্থানীয় দুই সাংবাদিকও।

গত কয়েক দিন ধরে এমনিতেই আফগানিস্তানে থমথমে অবস্থা বিরাজ করছে। গতকালের গুলি ছোড়ার ঘটনায় জনমনে আতঙ্ক বেড়েছে আরও। সংকট তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে। তালেবানের গুলি ছোড়ার বিষয়টি সাম্প্রতিক প্রেক্ষাপটে অত্যন্ত বড় ঘটনা এবং এই ঘটনার পর অনেকেই নিরাপত্তাঝুঁকির মধ্যে রয়েছেন। আমি নিজেও শহরে থাকতে নিরাপদ বোধ না করায় দ্রুত বাড়ি ফিরেছি।

অবশ্য তালেবানের গুলির মুখেও জনরোষ কমেনি। ঘটনার সূত্রপাত আফগানিস্তানের কালো লাল ও সবুজ রঙা পতাকা নিয়ে। তালেবানরা এই পতাকার পরিবর্তে তাদের পছন্দ মতো পতাকা চাপিয়ে দিতে চাচ্ছে, যা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। এরই জের ধরে অসন্তোষ বাড়ছে। জালালাবাদের ঘটনার ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমের আরও কয়েকটি ভিডিওতে পুরোনো পতাকা বহালের দাবিতে কুনার প্রদেশের আসাদাবাদ শহর এবং খোশত প্রদেশেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি আসলে কোনদিকে যাচ্ছে তা এখনো বোঝা যাচ্ছে না। যদিও তালেবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এখনো জাতীয় পতাকা নিয়ে আলোচনা চলছে। পতাকার ব্যাপারে নতুন সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু সাধারণ মানুষ সে পর্যন্ত অপেক্ষায় থাকবে কিনা সেটাই প্রশ্ন। 

সুরাত খান আহমেদজাই, ব্যাংক কর্মকর্তা, আফগানিস্তান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত