আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে বিভিন্ন দেশ। কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ এখনো চলমান। নানান উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই এবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। কাবুল বিমানবন্দরে হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি জঙ্গিগোষ্ঠী আইএস।
যুক্তরাষ্ট্র বলছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসের আফগানিস্তান শাখা এই হামলা চালাতে পারে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নয়নে নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের সেখান থেকে ফেরাতে বিকল্প রুট খোঁজা হচ্ছে।
নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে শনিবার (২১ আগস্ট) আফগানিস্তানের মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আফগানিস্তানের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন নাগরিকদের পরামর্শ দিচ্ছি বিমানবন্দরে না যেতে। আফগানিস্তানে থাকা যে সব মার্কিন বাসিন্দা এখনো প্রত্যাবাসন সহায়তার আবেদন করেননি তাঁদের দ্রুত সেটি করার আহ্বান জানানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুল বিমানবন্দরে এখনো বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। তালেবান বলছে, এই পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। পশ্চিমাদের অপরিকল্পিত উদ্ধার পরিকল্পনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে বিভিন্ন দেশ। কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ এখনো চলমান। নানান উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই এবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। কাবুল বিমানবন্দরে হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি জঙ্গিগোষ্ঠী আইএস।
যুক্তরাষ্ট্র বলছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসের আফগানিস্তান শাখা এই হামলা চালাতে পারে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নয়নে নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের সেখান থেকে ফেরাতে বিকল্প রুট খোঁজা হচ্ছে।
নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে শনিবার (২১ আগস্ট) আফগানিস্তানের মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আফগানিস্তানের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন নাগরিকদের পরামর্শ দিচ্ছি বিমানবন্দরে না যেতে। আফগানিস্তানে থাকা যে সব মার্কিন বাসিন্দা এখনো প্রত্যাবাসন সহায়তার আবেদন করেননি তাঁদের দ্রুত সেটি করার আহ্বান জানানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুল বিমানবন্দরে এখনো বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। তালেবান বলছে, এই পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। পশ্চিমাদের অপরিকল্পিত উদ্ধার পরিকল্পনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে