Ajker Patrika

সাদিক খান ঘৃণ্য লোক, ভয়াবহ কাজ করছেন: ট্রাম্প

অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প ও সাদিক খান। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও সাদিক খান। ছবি: সংগৃহীত

লন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাদিক খানকে ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন—তিনি ভয়াবহ সব কাজ করেছেন।

সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, স্কটল্যান্ডে অবস্থিত নিজের মালিকানাধীন গলফ কোর্সে (ট্রাম্প-টার্নবেরি) ব্রিটিশ নেতা স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প। সেখানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সেপ্টেম্বরে তিনি তাঁর রাষ্ট্রীয় সফরের সময় লন্ডনে যাবেন কি না।

উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি যাব।’ তবে সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি আপনাদের মেয়রের ভক্ত নই। আমি মনে করি তিনি খুবই বাজে কাজ করছেন। লন্ডনের মেয়র একজন ঘৃণ্য লোক।’

এ সময় পাশেই বসা স্যার কিয়ার স্টারমার বিব্রতভাবে বলেন, ‘তিনি (সাদিক খান) আমার বন্ধু।’

কিন্তু ট্রাম্প তাঁর অবস্থান থেকে নড়েননি। তিনি বলেন, ‘না, আমি সত্যিই মনে করি তিনি বাজে কাজ করেছেন। তবে আমি অবশ্যই লন্ডন সফর করব, এটা ঠিক।’

ডোনাল্ড ট্রাম্প ও সাদিক খানের মধ্যে বিরোধ নতুন নয়। প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালেও ট্রাম্প সাদিক খানকে ‘পুরোদস্তুর পরাজিত ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। দাবি করেছিলেন, সাদিক খান লন্ডনের অপরাধ পরিস্থিতিতে মনোযোগ না দিয়ে অন্য কাজে ব্যস্ত থাকেন। সে সময় ট্রাম্প সাদিক খানের প্রতি একটি আইকিউ পরীক্ষার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন।

এর জবাবে সাদিক খান ট্রাম্পকে ‘বর্ণবাদীদের পোস্টার বয়’ বলে আখ্যা দিয়েছিলেন। পরে একটি পডকাস্ট সাক্ষাৎকারে সাদিক খান বলেন, ‘এটা ব্যক্তিগত। খোলাখুলি বলি, যদি আমার গায়ের রং ভিন্ন হতো, যদি আমি একজন মুসলিম না হতাম, তবে ট্রাম্প আমাকে এভাবে টার্গেট করতেন না।’

ট্রাম্প দ্বিতীয়বারের নির্বাচিত হওয়ার পর সাদিক খান এক বিবৃতিতে জানান, লন্ডনের অনেক মানুষ এই ফলাফলে গণতন্ত্র নিয়ে ভীত হয়ে পড়েছে। তবে ট্রাম্পের অভিষেকের আগে আগে সাদিক খান কিছুটা নমনীয় হয়ে বলেছিলেন, ‘ট্রাম্প যদি এবার ভিন্ন আচরণ করেন, তবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’

আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে তিনি রাজা ও রানির আতিথেয়তায় উইন্ডসর ক্যাসলে থাকবেন। এই সফর যুক্তরাজ্যে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর হবে। এর আগে ২০১৯ সালে তাঁকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত