Ajker Patrika

আশরাফ গনি এখন আরব আমিরাতে

আজকের পত্রিকা ডেস্ক
আশরাফ গনি এখন আরব আমিরাতে

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থান করছেন আশরাফ গনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল দখল করলে পালিয়ে তাজিকিস্তান চলে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তাজিকিস্তান থেকে তিনি ওমান হয়ে ইউএই গেছেন। 

ইউএইর পররাস্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের পক্ষ থেকে আশরাফ গনি ও তাঁর পরিবারকে মানবিক বিবেচনায় স্বাগত জানানো হয়েছে।’ 

গত রোববার চারপাশ তেকে তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করতে শুরু করলে প্রথমে আলোচনার বিষয়টি সামনে আসে। কিন্তু কোনো আলোচনায় অংশ নেওয়া তো দূরের কথা, আশরাফ গনি গোপনে দেশ ছেড়ে চলে যান। শুরুতে তিনি তাজিকিস্তানে যান। যাওয়ার সময় তিনি এক হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে যান বলে উল্লেখ করা হয়েছিল রাশিয়ার সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে আশরাফ গনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, শান্তির জন্যই তিনি এভাবে দেশ ছেড়েছেন। তিনি কোনো রক্তপাত চান না।

কিন্তু তাজিকিস্তান তাঁকে গ্রহণে অসম্মতি জানালে আশরাফ গনি ওমানে পাড়ি জমান। সেখান থেকে তাঁর গন্তব্য যুক্তরাষ্ট্র হতে পারে বলে মঙ্গলবার পর্যন্ত ধারণা করা হয়েছিল। কিন্তু গতকাল রোববার ইউএইর পক্ষ থেকে জানানো হয়, তিনি সেখানেই আছেন। আর মানবিক বিবেচনায় তাঁকে ও তাঁর পরিবারকে আশ্রয় দেওয়ার কথাও জানানো হয়। 

এদিকে গতকাল বুধবার তাজিকিস্তানের আফগান দূতাবাস আশরাফ গনির গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত