তালেবানের কাবুল দখলের পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো দেশটিতে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়নি। এর মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দিয়েছে তালেবান। এ তালিকায় রয়েছে পাঁচটি মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, কাবুলের মেয়র ও গভর্নরের মতো পদ।
সর্বশেষ পদক্ষেপ হিসেবে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ডি আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিস নামে সমধিক পরিচিত মোল্লা আবদুলকাহারকে নিয়োগ দিয়েছে তালেবান। গতকাল এ বিষয়ক ঘোষণা আসে বলে আজ জানিয়েছে আফগানিস্তানের বেসরকারি সংবাদ সংস্থা খামা প্রেস। একই দিনে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হিসেবে হেমাত আখুন্দজাদার নাম ঘোষণা করে তালেবান।
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পাওয়ার পরই মোল্লা আবদুলকাহার প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং তাঁদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। একই ধরনের এক বৈঠকে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হেমাত আখুন্দজাদা বলেন, মেয়ে শিশুদের শিক্ষার ব্যাপারে তালেবান প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি তাদের আইনের সীমার মধ্যে হতে হবে বলে জানান তিনি।
এর আগে গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কাবুলের ভারপ্রাপ্ত মেয়র এবং পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর পদে বিভিন্নজনের নাম ঘোষণা করে তালেবান। এ ছাড়া আফগানিস্তানের রাজধানীর ভারপ্রাপ্ত নিরাপত্তা প্রধানের নামও তারা ঘোষণা করে।
এদিকে আজ মঙ্গলবার পাজহোক সংবাদ সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, তালেবান নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গুল আগা, আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহীম। গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজিবুল্লাহ। আর কাবুল গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও রাজধানী কাবুলের মেয়র হিসেবে হামদুল্লাহ নোমানি দায়িত্ব পেয়েছেন।
তালেবানের কাবুল দখলের পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো দেশটিতে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়নি। এর মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দিয়েছে তালেবান। এ তালিকায় রয়েছে পাঁচটি মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, কাবুলের মেয়র ও গভর্নরের মতো পদ।
সর্বশেষ পদক্ষেপ হিসেবে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ডি আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিস নামে সমধিক পরিচিত মোল্লা আবদুলকাহারকে নিয়োগ দিয়েছে তালেবান। গতকাল এ বিষয়ক ঘোষণা আসে বলে আজ জানিয়েছে আফগানিস্তানের বেসরকারি সংবাদ সংস্থা খামা প্রেস। একই দিনে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হিসেবে হেমাত আখুন্দজাদার নাম ঘোষণা করে তালেবান।
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পাওয়ার পরই মোল্লা আবদুলকাহার প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং তাঁদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। একই ধরনের এক বৈঠকে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হেমাত আখুন্দজাদা বলেন, মেয়ে শিশুদের শিক্ষার ব্যাপারে তালেবান প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি তাদের আইনের সীমার মধ্যে হতে হবে বলে জানান তিনি।
এর আগে গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কাবুলের ভারপ্রাপ্ত মেয়র এবং পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর পদে বিভিন্নজনের নাম ঘোষণা করে তালেবান। এ ছাড়া আফগানিস্তানের রাজধানীর ভারপ্রাপ্ত নিরাপত্তা প্রধানের নামও তারা ঘোষণা করে।
এদিকে আজ মঙ্গলবার পাজহোক সংবাদ সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, তালেবান নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গুল আগা, আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহীম। গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজিবুল্লাহ। আর কাবুল গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও রাজধানী কাবুলের মেয়র হিসেবে হামদুল্লাহ নোমানি দায়িত্ব পেয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই নয়াদিল্লি ও ইসলামাবাদকে যুদ্ধ থেকে বিরত রেখেছেন। তিনি আরও দাবি করেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর শুরু হওয়া এই সংঘাত থামাতে বাণিজ্যচুক্তির প্রলোভন দেখিয়েছিলেন। তবে ভারত ট্রাম্পের এই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।
৪ ঘণ্টা আগেনাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যের একটি গ্রাম থেকে অপহৃত ৩৫ জনকে মুক্তিপণ নেওয়ার পরও নির্মমভাবে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ সোমবার স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
৫ ঘণ্টা আগেলন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাদিক খানকে ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন—তিনি ভয়াবহ সব কাজ করেছেন।
৫ ঘণ্টা আগেথাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বিচ্ছিন্ন রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস তাঁর পিতার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে সংবাদের শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই রাজপুত্র।
৬ ঘণ্টা আগে