আজকের পত্রিকা ডেস্ক
মাত্র দুই সপ্তাহ আগেই কাবুলের একটি পার্টিতে বান্ধবী সারাকে নিয়ে উচ্ছল আনন্দে মেতেছিলেন জাহরা। তালেবান তখন আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোর দখল নিতে শুরু করেছিল মাত্র। রাজধানী কাবুল তখনো বহু দূর। কিন্তু ৮–৯ দিনের মধ্যেই তালেবানরা কাবুলে পৌঁছে গেলে সারা ও জাহরার মতো অসংখ্য আফগান নারী সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা বাড়িতেই থাকবেন, নাকি পালাবেন।
১৯৯০–এর দশকে তালেবানরা যখন প্রথমবারের মতো আফগানিস্তান শাসন করেছিল, জাহরা আর সারা তখন অনেক ছোট। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনী প্রবেশ করার পর দুজনেই পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান। পড়াশোনা শেষ করে স্বদেশ গড়ার স্বপ্ন নিয়ে ফেরেন।
গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পর শহরের বেশ কয়েকটি এটিএম বুথে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন জাহরা। তার আগেই অন্যরা সব টাকা তুলে বুথগুলো খালি করে রেখেছিল। টাকা তুলতে ব্যর্থ হয়ে বাড়িতেই গা ঢাকা দিয়ে থাকেন।
এদিকে দুই দিন পর ১৭ আগস্ট সারা ও তাঁর স্বামী মিলে ব্যাগ গোছাতে শুরু করেন। আসলে দুটি কাঁধে ঝোলানো ব্যাগে যা ঢোকানো সম্ভব তা–ই নিয়েছিলেন। বাকি সহায়–সম্পদ আত্মীয়দের দিয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তারা। বাড়ি থেকে বের হয়েই তাদের প্রাথমিক গন্তব্য ছিল কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর।
সিএনএনকে সারা জানান, সেদিন বিমানবন্দরের ভেতরে প্রবেশের কোনো উপায়ই ছিল না। বিমানবন্দরের গেটের কাছেই ছিল অসংখ্য মানুষের হুড়োহুড়ি। কমার্শিয়াল ফ্লাইটগুলো আগের দিনই বন্ধ হয়ে গিয়েছিল। তবে বিভিন্ন দেশের কূটনৈতিক ফ্লাইটগুলো চালু ছিল। এসব ফ্লাইটের কোনো একটিতে উঠে পড়ার ধান্দা ছিল সারা আর তাঁর স্বামীর। কিন্তু সেদিন সন্ধ্যা ৭টার দিকেও একসঙ্গে অন্তত ৩ হাজার মানুষ বিমানবন্দরের গেটের সামনে ঠেলাঠেলি করছিল। তার পরও তাঁরা ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। এমন সময় তালেবানরা ফাঁকা গুলি চালাতে শুরু করল। প্রায় ১১ ঘণ্টার ব্যর্থ চেষ্টা শেষে বাড়ি ফিরতে হয় তাঁদের।
একই রাতে জাহরা অবশ্য নিজের ফ্ল্যাটেই অবস্থান করছিলেন। ভাবছিলেন, বান্ধবী সারা হয়তো তাঁকে মেসেজ পাঠিয়ে জানাবেন যে তাঁরা একটি বিমান ধরতে পেরেছেন। কিন্তু রাত ৪টা পর্যন্ত সজাগ থেকেও কোনো খবর পাওয়া যায়নি। তালেবানরা কাবুল দখলের পর থেকে বাড়ির ভেতরেই লুকিয়ে আছেন জাহরা। সেখান থেকেই বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছিলেন। এভাবেই তিনি জানতে পারেন, তালেবানরা এখন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে। সরকারি চাকরিজীবী, অধিকারকর্মী, সাংবাদিক কিংবা বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছিল এমন লোকদের খুঁজে বেড়াচ্ছে তারা। তবে তখন পর্যন্ত জাহরার দরজায় কেউ টোকা দেয়নি। জাহরা বলেন, ‘তালেবানরা চায় দেশ চলবে ইসলামিক আইনে। আমিও মুসলিম, কিন্তু আধুনিক।’
গত বৃহস্পতিবার পর্যন্ত দুই বান্ধবীর সম্পর্কে খবরটি ছিল—তত দিনে পোল্যান্ডে পৌঁছে গেছেন সারা। তিনি আর তাঁর স্বামী একদল পোলিশ সাংবাদিকের সঙ্গে মিশে যেতে পেরেছিলেন। তালেবানের সঙ্গে কথাবার্তা বলে ওই সাংবাদিকেরাই তাঁদের দুজনকে বিমানবন্দরের ভেতরে নিয়ে গিয়েছিলেন। সারার কাছে মার্কিন পাসপোর্ট ছিল। তবে তাঁরা শেষ পর্যন্ত একটি পোলিশ মিলিটারি বিমানে চড়ে আফগানিস্তান ছাড়েন। পোল্যান্ডের ওয়ারশতে তাঁরা এখন কোয়ারেন্টিনে আছেন।
বান্ধবীর দেশত্যাগের দুই দিন পর জাহরার মনে হয়, এবার তারও দেশ ছাড়ার সময় হয়েছে। মা–ও তাঁকে তাড়া দিচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরের গেটে গিয়ে ঠেলাঠেলি করতে না পেরে প্রথমবার ব্যর্থ হয়ে তাঁকেও বাড়ি ফিরতে হয়েছে। পরদিন শুক্রবারও তিনি চেষ্টা করেছিলেন। সর্বশেষ খবরটি হলো, শনিবার রাতে তিনি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন। একটি বিমানে তাঁরও জায়গা হবে এমন আশা নিয়ে বসে ছিলেন। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি।
মাত্র দুই সপ্তাহ আগেই কাবুলের একটি পার্টিতে বান্ধবী সারাকে নিয়ে উচ্ছল আনন্দে মেতেছিলেন জাহরা। তালেবান তখন আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোর দখল নিতে শুরু করেছিল মাত্র। রাজধানী কাবুল তখনো বহু দূর। কিন্তু ৮–৯ দিনের মধ্যেই তালেবানরা কাবুলে পৌঁছে গেলে সারা ও জাহরার মতো অসংখ্য আফগান নারী সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা বাড়িতেই থাকবেন, নাকি পালাবেন।
১৯৯০–এর দশকে তালেবানরা যখন প্রথমবারের মতো আফগানিস্তান শাসন করেছিল, জাহরা আর সারা তখন অনেক ছোট। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনী প্রবেশ করার পর দুজনেই পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান। পড়াশোনা শেষ করে স্বদেশ গড়ার স্বপ্ন নিয়ে ফেরেন।
গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পর শহরের বেশ কয়েকটি এটিএম বুথে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন জাহরা। তার আগেই অন্যরা সব টাকা তুলে বুথগুলো খালি করে রেখেছিল। টাকা তুলতে ব্যর্থ হয়ে বাড়িতেই গা ঢাকা দিয়ে থাকেন।
এদিকে দুই দিন পর ১৭ আগস্ট সারা ও তাঁর স্বামী মিলে ব্যাগ গোছাতে শুরু করেন। আসলে দুটি কাঁধে ঝোলানো ব্যাগে যা ঢোকানো সম্ভব তা–ই নিয়েছিলেন। বাকি সহায়–সম্পদ আত্মীয়দের দিয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তারা। বাড়ি থেকে বের হয়েই তাদের প্রাথমিক গন্তব্য ছিল কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর।
সিএনএনকে সারা জানান, সেদিন বিমানবন্দরের ভেতরে প্রবেশের কোনো উপায়ই ছিল না। বিমানবন্দরের গেটের কাছেই ছিল অসংখ্য মানুষের হুড়োহুড়ি। কমার্শিয়াল ফ্লাইটগুলো আগের দিনই বন্ধ হয়ে গিয়েছিল। তবে বিভিন্ন দেশের কূটনৈতিক ফ্লাইটগুলো চালু ছিল। এসব ফ্লাইটের কোনো একটিতে উঠে পড়ার ধান্দা ছিল সারা আর তাঁর স্বামীর। কিন্তু সেদিন সন্ধ্যা ৭টার দিকেও একসঙ্গে অন্তত ৩ হাজার মানুষ বিমানবন্দরের গেটের সামনে ঠেলাঠেলি করছিল। তার পরও তাঁরা ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। এমন সময় তালেবানরা ফাঁকা গুলি চালাতে শুরু করল। প্রায় ১১ ঘণ্টার ব্যর্থ চেষ্টা শেষে বাড়ি ফিরতে হয় তাঁদের।
একই রাতে জাহরা অবশ্য নিজের ফ্ল্যাটেই অবস্থান করছিলেন। ভাবছিলেন, বান্ধবী সারা হয়তো তাঁকে মেসেজ পাঠিয়ে জানাবেন যে তাঁরা একটি বিমান ধরতে পেরেছেন। কিন্তু রাত ৪টা পর্যন্ত সজাগ থেকেও কোনো খবর পাওয়া যায়নি। তালেবানরা কাবুল দখলের পর থেকে বাড়ির ভেতরেই লুকিয়ে আছেন জাহরা। সেখান থেকেই বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছিলেন। এভাবেই তিনি জানতে পারেন, তালেবানরা এখন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে। সরকারি চাকরিজীবী, অধিকারকর্মী, সাংবাদিক কিংবা বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছিল এমন লোকদের খুঁজে বেড়াচ্ছে তারা। তবে তখন পর্যন্ত জাহরার দরজায় কেউ টোকা দেয়নি। জাহরা বলেন, ‘তালেবানরা চায় দেশ চলবে ইসলামিক আইনে। আমিও মুসলিম, কিন্তু আধুনিক।’
গত বৃহস্পতিবার পর্যন্ত দুই বান্ধবীর সম্পর্কে খবরটি ছিল—তত দিনে পোল্যান্ডে পৌঁছে গেছেন সারা। তিনি আর তাঁর স্বামী একদল পোলিশ সাংবাদিকের সঙ্গে মিশে যেতে পেরেছিলেন। তালেবানের সঙ্গে কথাবার্তা বলে ওই সাংবাদিকেরাই তাঁদের দুজনকে বিমানবন্দরের ভেতরে নিয়ে গিয়েছিলেন। সারার কাছে মার্কিন পাসপোর্ট ছিল। তবে তাঁরা শেষ পর্যন্ত একটি পোলিশ মিলিটারি বিমানে চড়ে আফগানিস্তান ছাড়েন। পোল্যান্ডের ওয়ারশতে তাঁরা এখন কোয়ারেন্টিনে আছেন।
বান্ধবীর দেশত্যাগের দুই দিন পর জাহরার মনে হয়, এবার তারও দেশ ছাড়ার সময় হয়েছে। মা–ও তাঁকে তাড়া দিচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরের গেটে গিয়ে ঠেলাঠেলি করতে না পেরে প্রথমবার ব্যর্থ হয়ে তাঁকেও বাড়ি ফিরতে হয়েছে। পরদিন শুক্রবারও তিনি চেষ্টা করেছিলেন। সর্বশেষ খবরটি হলো, শনিবার রাতে তিনি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন। একটি বিমানে তাঁরও জায়গা হবে এমন আশা নিয়ে বসে ছিলেন। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৩৪ মিনিট আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
২ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৩ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৪ ঘণ্টা আগে