কাপ্তাই হ্রদে ১ মে থেকে ৩ মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা
আগামী ১ মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন ও বাজারজাত নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।