Ajker Patrika

বাঘাইছড়ি ও চন্দ্রঘোনায় নির্বাচন ১৫ জুন

বাঘাইছড়ি ও কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২: ৩০
বাঘাইছড়ি ও চন্দ্রঘোনায়  নির্বাচন ১৫ জুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আগামী ১৫ জুন। এ ছাড়া একই দিন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদেও ভোট হবে।

গত সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই ঘোষণা দেন। এদিন বৃহত্তর চট্টগ্রামের ২১টি ইউপির তফসিল ঘোষণা করে ইসি। নবনিযুক্ত ইসির অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৬ মে প্রার্থিতা প্রত্যাহার শেষ হবে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এদিকে নির্বাচন ঘিরে প্রার্থীদের নানা মহলে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। চন্দ্রঘোনা ইউপি ও বাঘাইছড়ি পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা গুঞ্জন শুরু গেছে।

বাঘাইছড়ি প্রতিনিধি জানান, উপজেলার বাঘাইছড়ি পৌরসভায় ১৫ জুন প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে। সর্বশেষ বাঘাইছড়ি পৌরসভায় ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভোট হয়েছিল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা চৈতালী চাকমা জানান, ২০০৪ সালে মোট ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বাঘাইছড়ি পৌরসভা। প্রায় ১২ হাজার ভোটারের মধ্যে পুরুষ সাড়ে ৬ হাজার ও নারী সাড়ে ৫ হাজার। ১৫ জুন মেয়র পদ ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট হবে।

এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটির শিল্প এলাকাখ্যাত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউপিতে ভোট হবে আগামী ১৫ জুন। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ইভিএমের মাধ্যমে চন্দ্রঘোনা ইউপির ভোট হবে।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ২৩ মে চন্দ্রঘোনা ইউপিতে ভোট হয়েছিল। সেই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী নৌকা প্রতীকে জয়ী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত