কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
এবার ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত কাপ্তাই বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন এবং ঈদের পরদিন বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়।
সরেজমিনে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা ব্যবসায়ী ইদ্রিস-শারমিন দম্পতি বলেন, ‘করোনার কারণে গত দুই বছর ঘরের বাইরে ঈদ করতে পারি নাই। এবার ঈদ উদ্যাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে ঘুরতে এসেছি।’
কাপ্তাই বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, বন বিভাগের প্রশান্তি, শিলছড়িতে নতুনভাবে নির্মিত নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছেন। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন।
কাপ্তাইয়ের প্রশান্তি পিকনিক স্পটে বেড়াতে আসেন রাঙামাটির আইরিন, সাফাত, রিফাত। তাঁরা বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পিকনিক স্পটে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।’
শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের পরিচালক আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ঈদের ছুটিতে এখানে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এইখানে বসে কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা।
গত মঙ্গলবার উদ্বোধন হওয়া কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্তোরাঁর উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম কারুকাজে এই রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের দিন এবং বুধবার আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, দীর্ঘ দুই বছর পর মানুষ মুক্ত বাতাসে ঈদের ছুটি উপভোগ করছে। এবার কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
এবার ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত কাপ্তাই বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন এবং ঈদের পরদিন বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়।
সরেজমিনে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা ব্যবসায়ী ইদ্রিস-শারমিন দম্পতি বলেন, ‘করোনার কারণে গত দুই বছর ঘরের বাইরে ঈদ করতে পারি নাই। এবার ঈদ উদ্যাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে ঘুরতে এসেছি।’
কাপ্তাই বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, বন বিভাগের প্রশান্তি, শিলছড়িতে নতুনভাবে নির্মিত নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছেন। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন।
কাপ্তাইয়ের প্রশান্তি পিকনিক স্পটে বেড়াতে আসেন রাঙামাটির আইরিন, সাফাত, রিফাত। তাঁরা বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পিকনিক স্পটে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।’
শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের পরিচালক আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ঈদের ছুটিতে এখানে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এইখানে বসে কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা।
গত মঙ্গলবার উদ্বোধন হওয়া কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্তোরাঁর উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম কারুকাজে এই রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের দিন এবং বুধবার আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, দীর্ঘ দুই বছর পর মানুষ মুক্ত বাতাসে ঈদের ছুটি উপভোগ করছে। এবার কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘অস্থিরতা তৈরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে প্রচার করা হচ্ছে। যা ঘটে তা প্রচার করলে এই সমস্যা কমে আসবে। সত্য তথ্য তুলে ধরতে হবে। আর কিছু উসকানিদাতা তো থাকবেই। তারা চাইবে সমস্যা তৈরি কর
৩১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছ
৩৬ মিনিট আগেউত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
৪০ মিনিট আগেকুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তাঁর ছেলের বঁটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে।
৪১ মিনিট আগে