কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় স্ত্রী পারুল দাশ (৫০) নিহত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর গুরুতর আহত স্বামী মাখন দাসও (৬২) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
পুলিশ জানিয়েছে, নিহত ওই দম্পতি চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার কালীবাড়ি আসমানি রোডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২টি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাযাত্রী ওই দম্পতি গুরুতর আহত হন। এ ছাড়া মো. জামাল (২৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে গুরুতর আহত পারুল দাশ মারা যান এবং আহত বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারুল দাশের স্বামী মাখন দাসও মারা যান।
এদিকে এই ঘটনায় নিহত পারুল দাশের ভাই দিলিপ দাশ বাদী হয়ে গতকাল রোববার রাতেই চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চালক পলাতক রয়েছেন।
সড়ক দুর্ঘটনায় স্ত্রী পারুল দাশ (৫০) নিহত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর গুরুতর আহত স্বামী মাখন দাসও (৬২) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
পুলিশ জানিয়েছে, নিহত ওই দম্পতি চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার কালীবাড়ি আসমানি রোডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২টি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাযাত্রী ওই দম্পতি গুরুতর আহত হন। এ ছাড়া মো. জামাল (২৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে গুরুতর আহত পারুল দাশ মারা যান এবং আহত বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারুল দাশের স্বামী মাখন দাসও মারা যান।
এদিকে এই ঘটনায় নিহত পারুল দাশের ভাই দিলিপ দাশ বাদী হয়ে গতকাল রোববার রাতেই চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চালক পলাতক রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘অস্থিরতা তৈরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে প্রচার করা হচ্ছে। যা ঘটে তা প্রচার করলে এই সমস্যা কমে আসবে। সত্য তথ্য তুলে ধরতে হবে। আর কিছু উসকানিদাতা তো থাকবেই। তারা চাইবে সমস্যা তৈরি কর
২৭ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছ
৩২ মিনিট আগেউত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
৩৭ মিনিট আগেকুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তাঁর ছেলের বঁটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে।
৩৭ মিনিট আগে