Ajker Patrika

স্ত্রীর মৃত্যুর ৭ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
স্ত্রীর মৃত্যুর ৭ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় স্ত্রী পারুল দাশ (৫০) নিহত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর গুরুতর আহত স্বামী মাখন দাসও (৬২) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। 

পুলিশ জানিয়েছে, নিহত ওই দম্পতি চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার কালীবাড়ি আসমানি রোডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২টি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাযাত্রী ওই দম্পতি গুরুতর আহত হন। এ ছাড়া মো. জামাল (২৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে গুরুতর আহত পারুল দাশ মারা যান এবং আহত বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারুল দাশের স্বামী মাখন দাসও মারা যান।

এদিকে এই ঘটনায় নিহত পারুল দাশের ভাই দিলিপ দাশ বাদী হয়ে গতকাল রোববার রাতেই চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চালক পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত