বিশুদ্ধ পানির তীব্র সংকট
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিণছড়া নতুনপাড়া, হরিণছড়া বেচারাম কার্বারিপাড়া, আমতলীপাড়া ও দুছড়িপাড়া। এখানে পাংখোয়া, তঞ্চঙ্গ্যা, মারমা, চাকমাসহ ১২০ পরিবারের বসবাস। এই এলাকায় বিশুদ্ধ পানির সংকট তীব্র। একটি টিউবওয়েল এবং ঝিরির পানিই তাদের একমাত্র ভরসা।