রাঙামাটি প্রতিনিধি
আগামী ১ মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন ও বাজারজাত নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা দেন। একই সঙ্গে জানানো হয়, হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে নিষেধাজ্ঞার এ সময় কম-বেশিও হতে পারে।
বৈঠকে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ নৌপুলিশ, বিজিবি, মৎস্য ব্যবসায়ীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস নৌপুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা দেবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। এ ছাড়া কাপ্তাই হ্রদের জাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে নির্দেশনা প্রদান করা হয়।
এই নিষেধাজ্ঞা চলার সময় নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানানো হয় বৈঠকে। এতে জানানো হয়, কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
আগামী ১ মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন ও বাজারজাত নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা দেন। একই সঙ্গে জানানো হয়, হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে নিষেধাজ্ঞার এ সময় কম-বেশিও হতে পারে।
বৈঠকে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ নৌপুলিশ, বিজিবি, মৎস্য ব্যবসায়ীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস নৌপুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা দেবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। এ ছাড়া কাপ্তাই হ্রদের জাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে নির্দেশনা প্রদান করা হয়।
এই নিষেধাজ্ঞা চলার সময় নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানানো হয় বৈঠকে। এতে জানানো হয়, কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘অস্থিরতা তৈরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে প্রচার করা হচ্ছে। যা ঘটে তা প্রচার করলে এই সমস্যা কমে আসবে। সত্য তথ্য তুলে ধরতে হবে। আর কিছু উসকানিদাতা তো থাকবেই। তারা চাইবে সমস্যা তৈরি কর
২৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছ
৩৩ মিনিট আগেউত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
৩৮ মিনিট আগেকুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তাঁর ছেলের বঁটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে।
৩৮ মিনিট আগে