Ajker Patrika

রাজস্থলীতে ১৩৮ ফুট সেগুন কাঠ জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১০: ২৬
রাজস্থলীতে ১৩৮ ফুট সেগুন কাঠ জব্দ

রাঙামাটির রাজস্থলীতে ১৩৮ ফুট সেগুন গোল কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। গত সোমবার সকাল বিকেলে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়িপাড়া এলাকা থেকে ওই কাঠ জব্দ করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান কাপ্তাই জোন ‘অটল ৫৬ বেঙ্গল’ এর অধীন রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আসরাফুল ইসলাম। অভিযানে অবৈধভাবে সংগৃহীত ১৩৮ ফুট সেগুন গোল কাঠ জব্দ করা হয়। জব্দ কাঠের বাজার মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, রাজস্থলীর তুলাছড়ি এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে সেগুন গোল কাঠ জড়ো করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই স্থান থেকে ১৩৮ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

এদিকে দীর্ঘ দিন ধরে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কেটে কাঠ পাচার হচ্ছে। রাজস্থলীর তাইতংপাড়া, বড়ইতলা, হাজীপাড়া, তালুকদারপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করা হয়। পরে তা ইসলামপুর, জামতালা, টেংখালী, শফিপুর ওপরে মাদ্রাসা রোড হয়ে রমতিয়া পাড়া সড়ক দিয়ে পাচার করা হয়। দৈনিক লাখ লাখ টাকার মূল্যবান সেগুনের গোল কাঠসহ বিভিন্ন প্রজাতির রদ্দা পাচার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা মুসতাফিজুর রহমান বলেন, ‘আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধের চেষ্টা অব্যাহত থাকবে। জব্দ কাঠ রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত