Ajker Patrika

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা খুদে বিজ্ঞানীদের প্রদর্শনী

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৯: ০২
Thumbnail image

রাঙামাটির কাপ্তাইয়ের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়াহ। তাঁর নিজের তৈরি বায়ুকলের মাধ্যমে কীভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, তা দেখানো হয়। খুদে বিজ্ঞানীর এই প্রজেক্ট দেখে মুগ্ধ হন অতিথি এবং বিচারকেরা।

একইভাবে আরিয়ানের আদর্শ গ্রাম, রাহি আবচারের ফ্যান লাইট ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহার আধুনিক ফিল্টার প্রজেক্ট দেখে প্রশংসায় মুখর অতিথিরা। 
রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে গতকাল রোববার দুপুর ১২টায় প্রতিষ্ঠান চত্বরে আন্তবিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ শ্রেণি থেকে একাদশ শ্রেণির ৪৩ জন শিক্ষার্থী ৫০টি প্রজেক্ট প্রদর্শন করেন।

এতে প্রাথমিক ক্যাটাগরিতে বায়ুকলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট প্রদর্শন করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কাজী তাসমিয়াহ প্রথম স্থান, মাধ্যমিক ক্যাটাগরিতে রিমোট মিলিটারি ট্যাংক প্রজেক্ট প্রদর্শন করে ষষ্ঠ শ্রেণির ইফাস আহমেদ প্রথম এবং উচ্চমাধ্যমিক ক্যাটাগরিতে দূষণমুক্ত পরিবেশ গঠন প্রকল্প তৈরি করে একাদশ শ্রেণির শিক্ষার্থী অনিরুদ্ধ চৌধুরী প্রথম হন।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক বিপ্লব কারন, মো. কামরুল আলম ও তানভীর আহমেদ।

এ ছাড়া এসএসসি পরীক্ষার্থী অদ্রিজা ধরের স্মার্টফোনের ব্যবহার ও আসক্তি, একাদশ শ্রেণির শিক্ষার্থী অরিত্র তালুকদারের লেজার সিকিউরিটি সিস্টেম, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী চার্লি বষ খিয়াংয়ের ওয়াটার পাম্প, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মংএথিং মারমার ভূমিকম্প অ্যালার্ট প্রকল্প প্রদর্শনসহ খুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবনী দেখে মুগ্ধ হন মেলায় আগত অতিথিরা।

পরে তিন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম নুরে আলম ছিদ্দিকীর সভাপতিত্বে উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কলেজের নতুন অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল হাসান, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ প্রতিষ্ঠানটির শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত