কর্ণফুলীতে আট হাজার লিটার চোরাই ডিজেলসহ একজন আটক
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে আট হাজার লিটার চোরাই ডিজেলসহ আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহ মীরপুর এলাকার একটি গুদাম থেকে ৫ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণের এসব তেল উদ্ধার করা হয়েছে।