মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
প্রতিষ্ঠার পাঁচ বছর পরও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গড়ে ওঠেনি স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে উপজেলার আড়াই লাখের বেশি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির সময়ও চিকিৎসাসেবা পেতে হিমশিম খেতে হয়েছে জনসাধারণকে।
উপজেলার ক্ষুদ্র ও বৃহত্তর বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করছেন দেশের প্রায় সব জেলার মানুষ। এখানে গার্মেন্টস, সিমেন্ট, সয়াবিন তেল, চিনি, ইস্পাত কারখানাসহ রয়েছে ডকইয়ার্ড, সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া কোস্টগার্ডের অফিস, মেরিন ফিশারিশ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন আনুমানিক অর্ধলাখ শ্রমিক-কর্মচারী। এ উপজেলার আয়তন ৫৪ দশমিক ৩২ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যা মোট ১ লাখ ২৭ হাজার ৭৪৮ জন। তবে কর্ণফুলী থানার আওতাধীন এলাকার আয়তন ৮০ দশমিক ৯৯ বর্গ কিলোমিটার। এই এলাকার মোট জনসংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৫১ জন। কিন্তু গত ১০ বছরে এই এলাকার জনসংখ্যা আরও বেড়েছে।
বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ভরসা হয়ে আছে ১২টি কমিউনিটি ক্লিনিক। এই সব কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরপাথরঘাটা ইউনিয়নে ২টি, জুলধা ইউনিয়নে ২টি, বড়উঠান ইউনিয়নে ৩টি, শিকলবাহা ইউনিয়নে ৩টি এবং চরলক্ষ্যা ইউনিয়নে ২টি রয়েছে। কিন্তু এসব ক্লিনিকের অধিকাংশগুলোতেই নেই ডিগ্রিধারী চিকিৎসক। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামেরও সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। নগরীতে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া দরিদ্র জনসাধারণের পক্ষে অসম্ভব। এ ছাড়া এখানে গড়ে ওঠেনি বেসরকারি কোনো উল্লেখ্যযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র। যদিও কলেজ বাজারে সূর্যের হাসি ক্লিনিক, সাউথ সিটি হসপিটাল, শিকলবাহায় কমিউনিটি হাসপাতাল, কর্ণফুলী চক্ষু হাসপাতাল গড়ে উঠেছে। তবে এসব স্বাস্থ্যকেন্দ্রে নামমাত্র সেবা মেলে। এখানেও অভিজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল বলে জানিয়েছেন বাসিন্দারা।
উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কর্ণফুলী ও আনোয়ারা মিলিয়ে একটি সংসদীয় আসন। তবে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখভাল করা হয় পটিয়া উপজেলার সঙ্গে মিলিয়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, উপজেলার স্বাস্থ্যসেবার বিষয়টি পটিয়া থেকে দেখা হচ্ছে। এখানকার রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।
ইউএনও আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ৬ একর জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি এলএ শাখায় ভূমি অধিগ্রহণের জন্য প্রক্রিয়াধীন।
কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্ণফুলী নতুন উপজেলা হওয়ায় এখানে এখনো সব দপ্তর হয়নি। পার্শ্ববর্তী উপজেলা থেকে এগুলো দেখাশোনা করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহযোগিতায় আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ৬ একর জমি বরাদ্দ পাওয়া গেছে। আশা করি শিগগিরই কাজ শুরু হবে।’
প্রতিষ্ঠার পাঁচ বছর পরও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গড়ে ওঠেনি স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে উপজেলার আড়াই লাখের বেশি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির সময়ও চিকিৎসাসেবা পেতে হিমশিম খেতে হয়েছে জনসাধারণকে।
উপজেলার ক্ষুদ্র ও বৃহত্তর বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করছেন দেশের প্রায় সব জেলার মানুষ। এখানে গার্মেন্টস, সিমেন্ট, সয়াবিন তেল, চিনি, ইস্পাত কারখানাসহ রয়েছে ডকইয়ার্ড, সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া কোস্টগার্ডের অফিস, মেরিন ফিশারিশ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন আনুমানিক অর্ধলাখ শ্রমিক-কর্মচারী। এ উপজেলার আয়তন ৫৪ দশমিক ৩২ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যা মোট ১ লাখ ২৭ হাজার ৭৪৮ জন। তবে কর্ণফুলী থানার আওতাধীন এলাকার আয়তন ৮০ দশমিক ৯৯ বর্গ কিলোমিটার। এই এলাকার মোট জনসংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৫১ জন। কিন্তু গত ১০ বছরে এই এলাকার জনসংখ্যা আরও বেড়েছে।
বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ভরসা হয়ে আছে ১২টি কমিউনিটি ক্লিনিক। এই সব কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরপাথরঘাটা ইউনিয়নে ২টি, জুলধা ইউনিয়নে ২টি, বড়উঠান ইউনিয়নে ৩টি, শিকলবাহা ইউনিয়নে ৩টি এবং চরলক্ষ্যা ইউনিয়নে ২টি রয়েছে। কিন্তু এসব ক্লিনিকের অধিকাংশগুলোতেই নেই ডিগ্রিধারী চিকিৎসক। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামেরও সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। নগরীতে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া দরিদ্র জনসাধারণের পক্ষে অসম্ভব। এ ছাড়া এখানে গড়ে ওঠেনি বেসরকারি কোনো উল্লেখ্যযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র। যদিও কলেজ বাজারে সূর্যের হাসি ক্লিনিক, সাউথ সিটি হসপিটাল, শিকলবাহায় কমিউনিটি হাসপাতাল, কর্ণফুলী চক্ষু হাসপাতাল গড়ে উঠেছে। তবে এসব স্বাস্থ্যকেন্দ্রে নামমাত্র সেবা মেলে। এখানেও অভিজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল বলে জানিয়েছেন বাসিন্দারা।
উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কর্ণফুলী ও আনোয়ারা মিলিয়ে একটি সংসদীয় আসন। তবে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখভাল করা হয় পটিয়া উপজেলার সঙ্গে মিলিয়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, উপজেলার স্বাস্থ্যসেবার বিষয়টি পটিয়া থেকে দেখা হচ্ছে। এখানকার রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।
ইউএনও আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ৬ একর জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি এলএ শাখায় ভূমি অধিগ্রহণের জন্য প্রক্রিয়াধীন।
কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্ণফুলী নতুন উপজেলা হওয়ায় এখানে এখনো সব দপ্তর হয়নি। পার্শ্ববর্তী উপজেলা থেকে এগুলো দেখাশোনা করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহযোগিতায় আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ৬ একর জমি বরাদ্দ পাওয়া গেছে। আশা করি শিগগিরই কাজ শুরু হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫