Ajker Patrika

৫ বছরেও হাসপাতাল পেল না কর্ণফুলীবাসী

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১: ২৪
৫ বছরেও হাসপাতাল পেল না কর্ণফুলীবাসী

প্রতিষ্ঠার পাঁচ বছর পরও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গড়ে ওঠেনি স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে উপজেলার আড়াই লাখের বেশি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির সময়ও চিকিৎসাসেবা পেতে হিমশিম খেতে হয়েছে জনসাধারণকে।

উপজেলার ক্ষুদ্র ও বৃহত্তর বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করছেন দেশের প্রায় সব জেলার মানুষ। এখানে গার্মেন্টস, সিমেন্ট, সয়াবিন তেল, চিনি, ইস্পাত কারখানাসহ রয়েছে ডকইয়ার্ড, সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া কোস্টগার্ডের অফিস, মেরিন ফিশারিশ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন আনুমানিক অর্ধলাখ শ্রমিক-কর্মচারী। এ উপজেলার আয়তন ৫৪ দশমিক ৩২ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যা মোট ১ লাখ ২৭ হাজার ৭৪৮ জন। তবে কর্ণফুলী থানার আওতাধীন এলাকার আয়তন ৮০ দশমিক ৯৯ বর্গ কিলোমিটার। এই এলাকার মোট জনসংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৫১ জন। কিন্তু গত ১০ বছরে এই এলাকার জনসংখ্যা আরও বেড়েছে।

বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ভরসা হয়ে আছে ১২টি কমিউনিটি ক্লিনিক। এই সব কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরপাথরঘাটা ইউনিয়নে ২টি, জুলধা ইউনিয়নে ২টি, বড়উঠান ইউনিয়নে ৩টি, শিকলবাহা ইউনিয়নে ৩টি এবং চরলক্ষ্যা ইউনিয়নে ২টি রয়েছে। কিন্তু এসব ক্লিনিকের অধিকাংশগুলোতেই নেই ডিগ্রিধারী চিকিৎসক। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামেরও সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। নগরীতে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া দরিদ্র জনসাধারণের পক্ষে অসম্ভব। এ ছাড়া এখানে গড়ে ওঠেনি বেসরকারি কোনো উল্লেখ্যযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র। যদিও কলেজ বাজারে সূর্যের হাসি ক্লিনিক, সাউথ সিটি হসপিটাল, শিকলবাহায় কমিউনিটি হাসপাতাল, কর্ণফুলী চক্ষু হাসপাতাল গড়ে উঠেছে। তবে এসব স্বাস্থ্যকেন্দ্রে নামমাত্র সেবা মেলে। এখানেও অভিজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল বলে জানিয়েছেন বাসিন্দারা।

উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কর্ণফুলী ও আনোয়ারা মিলিয়ে একটি সংসদীয় আসন। তবে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখভাল করা হয় পটিয়া উপজেলার সঙ্গে মিলিয়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, উপজেলার স্বাস্থ্যসেবার বিষয়টি পটিয়া থেকে দেখা হচ্ছে। এখানকার রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।

ইউএনও আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ৬ একর জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি এলএ শাখায় ভূমি অধিগ্রহণের জন্য প্রক্রিয়াধীন।

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্ণফুলী নতুন উপজেলা হওয়ায় এখানে এখনো সব দপ্তর হয়নি। পার্শ্ববর্তী উপজেলা থেকে এগুলো দেখাশোনা করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহযোগিতায় আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ৬ একর জমি বরাদ্দ পাওয়া গেছে। আশা করি শিগগিরই কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত