Ajker Patrika

হাতির আক্রমণ ঠেকাতে কমিটি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩১
হাতির আক্রমণ ঠেকাতে কমিটি

বন্য হাতির আক্রমণ থেকে মানুষের জানমাল রক্ষায় চট্টগ্রামের কর্ণফুলীতে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বড়উঠান ইউনিয়নে ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়। তবে হাতিগুলো সরানোর উদ্যোগ না নিয়ে সাধারণ মানুষকে দিয়েই এই কমিটি করায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে গাউছিয়া তাহেরিয়া মাদ্রাসা মাঠে চট্টগ্রাম বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. ইসমাইল হোসেন, ফোরকান মিয়া, অজয় দে, স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন, সাবেক ইউপি সদস্য মুহাম্মদ মুছা, মু. জসিম উদ্দিন প্রমুখ।

তবে স্থানীয় বাসিন্দা মু. জসিম উদ্দিন বলেন, ‘হাতির আক্রমণে যাঁরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের দিয়ে এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করে দায় সেরে চলে গেছেন তাঁরা। এরাই তো প্রতি রাতে পাহারায় থাকেন। হাতিগুলো সরানোর উদ্যোগ না নিয়ে সাধারণ মানুষকেই তাঁরা পাহারায় রেখে গেছেন।’

তিনি আরও বলেন, ‘এখনো অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ পাননি, বিনা পারিশ্রমিকে কদিন পাহারা দেবেন তাঁরা?’

পটিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোছাম্মৎ রিতা আকতার জানান, ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের কর্মশালায় ইআরটি গ্রুপকে হাতির জীবনযাত্রা, চলাফেরা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত