Ajker Patrika

দেড় বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দেড় বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে মুক্তিপণের দাবিতে রায়হানুল ইসলাম চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় দেড় বছরের বেশি সময় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেপ্তার হয়েছেন পলাতক অন্যতম আসামি আব্দুর রহমান (২৫)। 

গতকাল শুক্রবার কর্ণফুলী থানার আওতাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পিবিআই। 

পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আত্মগোপনে থাকাকালীন আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, ২০২০ সালের ১৫ জানুয়ারি ১৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে রায়হানুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর আগে এ মামলায় কর্ণফুলী থানা পুলিশ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। দুজনের সঠিক পরিচয় না পাওয়ায় আদালত তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেন। আব্দুর রহমান নামে আরেক আসামি ঘটনার পরই পালিয়ে থাকে। 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়ার পরই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত