মন্ত্রীর নামফলক ঘিরে ময়লার স্তূপ
চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগর খোয়াজনগর-চরপাথরঘাটা আইকেসি সড়কে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। রাস্তার পাশে ফেলা হচ্ছে বিভিন্ন শিল্পকারখানা থেকে শুরু করে দোকানের ময়লা। ময়লার দুর্গন্ধে গ্রামের মানুষজনসহ চলাচলরত যানবাহন ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। এসব ময়লায় জন্ম নিচ্ছে মশা-মাছি, ছড়াচ্ছে রোগ