Ajker Patrika

এবার দৃশ্যমান সংযোগ সড়ক

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ১২
এবার দৃশ্যমান সংযোগ সড়ক

আর মাত্র বছর দেড়েকের অপেক্ষা। ২০২২ সালের ডিসেম্বরে বহুল প্রত্যাশিত প্রথম কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর আশা করছে সরকার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে টানেলের দ্বিতীয় টিউবের খননকাজ। নির্ধারিত সময়ে প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করতে বাড়তি জনবল নিয়োগসহ সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। ইতিমধ্যে ছয় লেনে ১১ কিলোমিটার সংযোগ সড়কের ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসের আগেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ।

সওজ সূত্র জানায়, টানেলের দুই প্রান্তে মোট ৫ দশমিক ৩৫ কিলোমিটার এপ্রোচ সড়ক রয়েছে। ফ্লাইওভার রয়েছে ৭০০ মিটার। ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার পর এখন সড়কের কাজ চলছে। ২০২২ সালের জুন মাসের মধ্যে এই সড়ক যান চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন টানেলে দায়িত্বরত প্রকৌশলীরা। বর্তমানে পুরোদমে দুই প্রান্তে চলছে সড়কের কাজ। একই সঙ্গে চলছে ব্যয়ে ছয় লেনের ১১ কিলোমিটার সংযোগ সড়কের কাজ। এতে ৪৭০ কোটি টাকা ব্যয় হবে।

টানেল ও চীনা ইকোনমিক জোন ঘিরে বদলে যাওয়া দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায়ও আসছে বড় পরিবর্তন। এই টানেল খুলে দেওয়ার পর বছরে এখান দিয়ে আনুমানিক ৬৩ লাখ যানবাহন চলাচল করবে। এত বেশি যানবাহনের চাপ সামাল দিতেই টানেলকে ঘিরে গড়ে তোলা হচ্ছে সড়ক নেটওয়ার্ক। এর জন্য জেলার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন থেকে তৈলারদ্বীপ সরকার হাট ও ফকিরনীর হাট, শাহমীরপুর বাদামতল, দৌলতপুর, ফাজিলখাঁর হাট, বড়উঠান রাস্তার মাথাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দখলে রাখা শতাধিক প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে সওজ।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ৪৭০ কোটি টাকা ব্যয়ে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের কর্ণফুলীর শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘির মোড় পর্যন্ত ৮.১ কিলোমিটার ছয় লেন এবং কালাবিবির দিঘির মোড় থেকে আনোয়ারা উপজেলা সদর পর্যন্ত ২.৪ কিলোমিটার দুই লেন সড়কের নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। বরাদ্দের মধ্যে সড়ক নির্মাণে ব্যয় হবে ২৬৭ কোটি টাকা। এ ছাড়া জমি অধিগ্রহণে ৯০ কোটি টাকা ও বাকি ১১৩ কোটি টাকা বিবিধ ক্ষতিপূরণে খরচ হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনডিএ’ এই সড়কের কাজ করছে। প্রায় ১১ কিলোমিটার সড়কের ৮ কিলোমিটারে ইতিমধ্যে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। ১৬টি কালভার্ট নির্মাণের কাজও চলছে। ২০২২ সালের ডিসেম্বরের আগেই এই নির্মাণকাজ শেষের আশা করছে সওজ।

বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক (পিডি) ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘টানেলের প্রথম ও দ্বিতীয় টিউবের কাজ শেষ হয়েছে। টানেলের ভেতর থেকে বোরিং মেশিনটা বের করতে সময় লাগবে চার মাস। এখন সড়কের কাজ চলছে। আশা করি, আমরা নির্ধারিত সময়ের আগেই সকল কাজ সম্পন্ন করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত