Ajker Patrika

নৌকায় ভোট চাইলেন বিএনপির সাবেক নেতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
নৌকায় ভোট চাইলেন বিএনপির সাবেক নেতা

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোলাইমান তালুকদারের জন্য ভোট চেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর।

গত শনিবার রাতে চরলক্ষ্যা ইউপির ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে আওয়ামী লীগের প্রার্থীর জন্য ভোট চান এ বিএনপি নেতা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে আলোচনা ও সমালোচনা।

বর্তমানে দেশের মানুষ শান্তিতে আছে উল্লেখ করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নয়, এলাকার উন্নয়নের জন্যই তাঁকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছি।’ এলাকাকে সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেবেন বলেও তিনি ঘোষণা দেন।

আওয়ামী লীগের প্রার্থী সোলাইমান তালুকদার বলেন, ‘আবুল বশর আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করেন। ভালোবাসেন। আমাকে ভালোবেসে তিনি নৌকায় ভোট দেবেন বলে আশ্বাস দেন। এটি বিজয়ের মাস। এ বিজয়ের মাসে জনগণ নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয় করবেন বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত