Ajker Patrika

প্রথম সৈকত দেখছেন ৩৫ বৃদ্ধ-প্রতিবন্ধী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ১৫
প্রথম সৈকত দেখছেন ৩৫ বৃদ্ধ-প্রতিবন্ধী

‘আইঁতো হনদিনও যাইত ন পারি হাঁস্যবাজার। টেলিভিশনত দেখকি দৌজ্জের পানি। টেঁয়া-পয়সার অভাবে যাইত ন পারি, সাম্পান চালায় বউ-পোয়া লই সংসার চলায়। হনদিন যাইবুর সুযোগ আইলি।’

চট্টগ্রামের ভাষায় এমন আক্ষেপ করছিলেন কর্ণফুলী উপজেলার বাসিন্দা ৭০ বছরের হায়দার আলী। এবার উপজেলার চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের উদ্যোগে বিনা খরচে কক্সবাজার ভ্রমণের সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা তিনি।

সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩৫ জন বৃদ্ধ ও প্রতিবন্ধীকে বিনা খরচে কক্সবাজার ভ্রমণে নিয়ে যাচ্ছে মুক্তবিহঙ্গ ক্লাব। আজ মঙ্গলবার এই ভ্রমণে যাচ্ছেন তাঁরা।

দারিদ্র্যের কারণে চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৬২ কিলোমিটার দূরে কক্সবাজারে সমুদ্র সৈকত দেখতে যাওয়া হয়নি, তাঁদের নিয়ে এই আয়োজন।

৮৩ বছরের বৃদ্ধ আজিজুর রহমান অনায়াসে জাপান-ব্রিটিশের যুদ্ধের গল্পের কথা বলতে পারেন। তবে কক্সবাজার যেতে না পারার আক্ষেপ তাঁর রয়ে গেছে। আজিজুর রহমান বলেন, ‘সারাটা জীবন কেটেছে সাগরে। কোনো দিন কক্সবাজারে যেতে পারিনি। চাইলে বোটে করেও যেতে পারতাম। সংসারের কথা চিন্তা করে আর যাওয়া হয়নি। শেষ বয়সে বিনা খরচে যাচ্ছি, অনেক খুশি লাগছে।’

সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম হক আজকের পত্রিকাকে বলেন, সবাই একে অপরের চেনা-জানা। শৈশবে দারিদ্র্য বা যোগাযোগ ব্যবস্থার কারণে যাঁরা জীবনে কক্সবাজার যায়নি, সংগঠনের ৩০ বছর পূর্তিতে এমন বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে যাচ্ছে চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাব। বৃদ্ধদের অযত্ন নয়, ভালোবাসায় সুন্দর সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত