Ajker Patrika

দক্ষিণ চট্টগ্রামে গুনতে হচ্ছে দুই-তিন গুণ ভাড়া

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১: ৫৮
দক্ষিণ চট্টগ্রামে গুনতে হচ্ছে দুই-তিন গুণ ভাড়া

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন। বাস বন্ধ থাকায় তিন চাকা ও দুই চাকার যানবাহনের চলাচল ছিল বেশি। তবে এসব যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে গতকাল শনিবার যাত্রীদের গুনতে হয় দ্বিগুণ-তিনগুণ বেশি ভাড়া। চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এবং কক্সবাজারের পেকুয়া, চকরিয়ার বিভিন্ন সড়কে দিনভর ছিল তাঁদের ভোগান্তি।

গতকাল দুপুরে উপজেলার মইজ্জেরটেক এলাকায় দেখা গেছে, গাড়ির জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন পরীক্ষার্থীরা। সড়কে বেশি দেখা গেছে মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। তা ছাড়া বেশি ভাড়া নিয়ে কিছু মিনিবাস চলাচল করতেও দেখা যায়। দুর্ভোগে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা পরিবহনের নৈরাজ্য চলায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

আনোয়ারার চাতরি থেকে বাস ভাড়া জনপ্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে গাড়ির অপেক্ষায় মইজ্জেরটেকে দাঁড়িয়েছিলেন আনোয়ারা থেকে আসা তৌহিদুল্লাহ্ চৌধুরী। তিনি বলেন, ‘বাস ধর্মঘটের কারণে প্রতিটি মোড়ে আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অটোরিকশায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’

মো. এরফান আলী নামের অপর এক যাত্রী বলেন, ‘আমার মা তিন দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। কোনো রকমে চাতরি চৌমুহনী থেকে দ্বিগুণ ভাড়া দিয়ে এ পর্যন্ত (মইজ্জেরটেক) আসছি। কিন্তু অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে দ্বিগুণ ভাড়া চায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসশ্রমিক বলেন, করোনার কারণে পরিবহন ব্যবসায় ধস নেমেছে। এখন তিনি পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। এর ওপর আবার তেলের দাম বৃদ্ধি। হঠাৎ করেই তেলের দাম বাড়ায় গাড়ি চালিয়ে আর পোষায় না।

এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট চলছে। তেলের দাম যেহেতু বেড়েছে তাই ভাড়াও বাড়তে পারে।

এই পরিবহন মালিক নেতা আরও বলেন, ‘ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটছে। এ কারণে বাসের মালিক ও শ্রমিকেরা গাড়ি বন্ধ রেখেছেন, এতে আমাদের কিছু করার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত