Ajker Patrika

প্রেমের বিয়ে, ১৫ দিন পর বিষপানে স্বামীর আত্মহত্যা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রেমের বিয়ে, ১৫ দিন পর বিষপানে স্বামীর আত্মহত্যা

চট্টগ্রামে কর্ণফুলীর আনোয়ারা উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. মোরশেদ (২৭) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়উঠান ইউনিয়নের কেরানী বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, চাকরির সুবাদে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডীর মো. হায়দার আলীর মেয়ে রিনা আক্তারের সঙ্গে মো. মোরশেদের পরিচয় হয়। গত ১৭ সেপ্টেম্বর পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ১৫ দিনের মধ্যে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের ঘরে বিষপান করে আত্মহত্যা করেন মোরশেদ।

এ বিষয়ে মোরশেদের চাচাতো ভাই এরফানুর রশিদ জাহাঙ্গীর বলেন, 'কেইপিজেডের একটি কারখানায় চাকরি করত মোরশেদ। সেদিন সন্ধ্যায় চাকরি শেষে ঘরে ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোরশেদ ঘরের অন্য ঘরে গিয়ে বিষপান করে আত্মহত্যা করে।'

মোরশেদের চাচা মুজিবুর রহমান সুমন বলেন, 'আমি মোরশেদকে মেডিকেলে নিয়ে যাই। সেখানেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের আয় উপার্জনের একমাত্র ব্যক্তি ছিল মোরশেদ।'

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, 'আত্মহত্যার ঘটনায় থানায় মামলা করেছে মোরশেদের পরিবার। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত