Ajker Patrika

সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৫৮
সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

কর্ণফুলী নদীতে ওটি শাওন নামের ভাসমান তেলের ট্যাংকারে ওয়েল্ডিং করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে জিসান (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। গত বুধবার সন্ধ্যায় নদীর দক্ষিণ তীরে চরপাথরঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান পটিয়া তেকোটা এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং নিখোঁজ নজরুল উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্জ্যা ফকিরের বাড়ির বাসিন্দা আবুল হাসেমের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সেলিম জানান, বুধবার সন্ধ্যার দিকে জাহাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছিল। এ সময় ওয়েল্ডিংয়ের একটি সিলিন্ডার বিস্ফোরণ হলে ৩ জন শ্রমিক নদীতে পড়ে যায়। একজন আহত অবস্থায় জাহাজের ডেকে পড়ে থাকে। পরে স্থানীয় মাঝিরা নদী থেকে দু জনকে উদ্ধার করলেও একজনকে খুঁজে পায়নি। আহতদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কর্ণফুলী নদীতে ওটি শাওন নামের ভাসমান তেলের ট্যাংকারে ওয়েল্ডিং করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে জিসান (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।,নজরুল ইসলাম (৩০) নামে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত