Ajker Patrika

ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১: ৩৮
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার শাহমীরপুর বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান দিদারুলসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে। এতে সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকে যায়।

স্থানীয় বাসিন্দারা জানায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক খোঁজখবর নেন চেয়ারম্যান দিদারুল। পরে মোটরসাইকেলে করে নগরীর বাসায় ফেরার পথে শাহমীরপুর বাদামতল এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় তাঁর মোটরসাইকেল। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা।

বড় উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চেয়ারম্যান দিদারুলকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে দুর্বৃত্তরা। আঘাতে তাঁর একটি হাত ভেঙে গেছে। চেয়ারম্যানের সঙ্গে গাড়িতে থাকা যুবলীগের নেতা শহীদুল্লাহ্ ও পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ ফারুক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত