মেট্রোরেল প্রকল্পে করোনার হানা, আক্রান্ত শতাধিক
করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে। মেট্রোরেল প্রকল্পের ১০০ জনেরও বেশি কর্মকর্তা এখন করোনায় আক্রান্ত। সংক্রমণ আরও বাড়লে আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালুর যে পরিকল্পনা নিয়ে কাজ এগোচ্ছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।