Ajker Patrika

করোনাভাইরাসের টিকাদানে পিছিয়ে সিলেট জেলা

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৯
করোনাভাইরাসের টিকাদানে পিছিয়ে সিলেট জেলা

করোনার টিকাদানে সিলেট পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

টিকা গ্রহীতার সংখ্যা বাড়াতে স্বাস্থ্য কর্মকর্তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতেও বলেছেন তিনি। গত বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কনফারেন্স রুমে দুই দিনব্যাপী কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিংয়ের শেষ দিনে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়। সভায় সিলেট ও মৌলভীবাজার জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিকিৎসা কর্মকর্তা ডা. সিধু সিংহের সঞ্চালনায় ইউএসআইডি ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় সভায় বক্তব্য দেন ডা. মো. শামসুল হক, ডা. মওলা বক্স চৌধুরী, ডা. রাজেন্দ্র জোহারা, ডা. আরতি শ্রীকৃষ্ণ সিং, ডা. জুসি মেরিনা অধিকারী, ডা. কামাল মেহেদী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত