গলায় স্বাস্থ্যবিধির প্রচারণা ব্যানার ঝুলিয়ে সড়কে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
‘নিজের সুরক্ষা, নিজের হাতে, দূরত্ব যেন বজায় থাকে’ লেখা সংবলিত একটি প্রচারণা ব্যানার গলায় ঝুলিয়ে এক লোক সাধারণ মানুষকে সচেতন করছেন। বিভিন্ন সড়ক, দোকানের সামনে হ্যান্ড মাইকে তিনি বলছেন, ‘মাস্ক না পরলে শাস্তি হোক, মাস্ক পরবে দেশের লোক। মাস্ক পরুন করোনা থেকে মুক্ত থাকুন।’