Ajker Patrika

বিশ্বে ফের বেড়েছে করোনার সংক্রমণ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৯
বিশ্বে ফের বেড়েছে করোনার সংক্রমণ

বিশ্বে এখনো কমেনি করোনাভাইরাসের প্রকোপ। নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৯ হাজার ৯০৭ জনের, গত দিন যা ছিল ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন। করোনায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছে ১১ হাজার ২৫২ জন, যা গত দিন ছিল ১১ হাজার ৬৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। শনাক্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৫০। মৃত্যু হয়েছে ৯২৩ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭৩৫ জনের এবং মারা গেছে ৬ লাখ ৩০ হাজার ১ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪২ জনের। শনাক্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৩১।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৮ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৮৮৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৮ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৩০ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ১৫১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত