অর্ণব সান্যাল
সারা বিশ্বে আবার ফণা তুলেছে করোনাভাইরাস। নিত্য নতুন রূপে বারংবার ফিরে আসছে এই ভাইরাস। এবার হয়েছে ওমিক্রন। তাতেই পশ্চিম থেকে পুবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে পূর্ণ গতিতে। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো নতুন সমস্যার মুখোমুখি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আর এই সমস্যার মূলে আছি আমরা। বাংলাদেশেও করোনায় সংক্রমণ পরিস্থিতি আগের চেয়ে খারাপ। মৃত্যু ও আক্রান্ত—দুই-ই বাড়ছে। কিন্তু যে রোগ বহুকাল ধরে একই স্ট্রেইনে আছে, সেটি নিয়েই এবার বিশ্বমঞ্চে কাঁপুনি জাগিয়েছে আমাদের দেশের মানুষ। আগে যা শুধু এ দেশের মাটিকে ভেজাত, তা এখন বিশ্বের মাথাব্যথার কারণ। এই গ্যালাক্সির তাবৎ বিশেষজ্ঞরা এখন ‘ছ্যাপাক্রান্ত’দের নিয়ে ব্যাপক টেনশনে।
আর এই ছ্যাপাক্রান্তদের পাওয়া গেছে বঙ্গ দেশের মাটিতে। না, না, কোনো আরটিপিসিআর করতে হয়নি। সার্চলাইট দিয়ে খুঁজতেও হয়নি। এমনিতেই পাওয়া গেছে। শুধু চক্ষু খুলিয়া ঘর হইতে দুই পা ফেলিলেই ছ্যাপাক্রান্তদের দেখা যাচ্ছে। তাদের রোগের চিহ্নও পাওয়া যাচ্ছে যেখানে-সেখানে।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নাম না জানা এক মুখপাত্র জানিয়েছেন, ছ্যাপাক্রান্তদের এত বিপুল সংখ্যা দেখে তাঁরা আতঙ্কিত। গবেষণায় তাঁরা জানতে পেরেছেন, এ দেশের আমজনতা মুখ নিঃসৃত লালা বা থুতুকে সোজা বাংলায় ‘ছ্যাপ’ বলেন। এবং এই ছ্যাপকে যেকোনো চিপায় বা প্রকাশ্য স্থানে ছুড়ে ফেলতে দক্ষ স্থানীয় অনেক কর্মবীর। সেই বীরেরাই ‘ছ্যাপাক্রান্ত’ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞেরা। ছ্যাপ ও আক্রান্ত এই দুই শব্দের সন্ধি করা হয়েছে এ প্রক্রিয়ায়। ইংরেজি বানানেও এ শব্দটিই রাখার ইচ্ছে আছে বিশেষজ্ঞ দলের। কারণ, এতে নাকি ছ্যাপাক্রান্তদের ‘জোশ’ ও নিস্পৃহ ভঙ্গিমা উত্তমরূপে প্রতিফলিত হয়!
বিশেষজ্ঞ দলের ওই মুখপাত্র বলেছেন, করোনার বাড়বাড়ন্তের মধ্যে এ ধরনের ‘স্বভাব’ খুবই ভয়ংকর। এতে করে করোনার সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। যেখানে-সেখানে ছ্যাপ ফেলার এই বিষয়টি অনেক বঙ্গসন্তান খুব স্বাভাবিকভাবেই দেখে থাকেন। তাঁরা মাস্ক খুলে থুতু ফেলেই আবার মাস্ক পরে নেন এবং বিষয়টি এত দ্রুততার সঙ্গে করেন যে, আলোর গতিবেগ মাঝে মাঝে হার মানতে বাধ্য। কেউ কেউ তো মাস্ক পরেনই না। কেউ আবার মাস্ককে থুতনিতে বাড়ি বানানোর জন্য জমি কিনে দিয়েছেন। সব মিলিয়ে এক নানামুখী কারবার।
বিশেষজ্ঞ দলের সঙ্গে ছ্যাপাক্রান্ত কয়েকজনের একান্ত আলাপচারিতায় এক নিদারুণ আশঙ্কা স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে হাজারো উপায়ে সচেতন করার চেষ্টা চললেও বাংলার ঢের মানুষ এ বিষয়ে পুরোপুরি নির্বিকার। তাঁদের কারও কারও সঙ্গে কথা বলে মনে হয়েছে, যেখানে-সেখানে রকেট উৎক্ষেপণের মতো শব্দ উদ্গিরণ করে ছ্যাপ না ফেললে তাঁদের মনের শান্তি নষ্ট হয়!
এ থেকে বিশেষজ্ঞ দলের ধারণা হয়েছে, দেশের অনেক মানুষের মনোদৈহিক কোনো সমস্যা হয়েছে। এটি ‘ছ্যাপ’ নামের নতুন কোনো ভাইরাসের কারণে হয়েছে কিনা, তা এখন বিস্তৃত তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিচিত কোনো ভাইরাসের প্রতিক্রিয়ার সঙ্গে ছ্যাপাক্রান্তদের আচরণের মিল খুঁজে পাওয়া যায়নি। যদিও অনুসন্ধান অব্যাহত আছে। ওই নাম না জানা মুখপাত্র হতাশ কণ্ঠে বলেছেন, ‘এক করোনায় রক্ষা নেই, ছ্যাপ হয়েছে দোসর। আমরা তো পাগল হয়ে যাব!’
এদিকে সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ছ্যাপাক্রান্তদের বাংলাদেশেই সীমাবদ্ধ রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে উচ্চমহলে জোর আলোচনা চলছে। সেই সঙ্গে জোর অনুসন্ধান চলছে ছ্যাপাক্রান্তদের লক্ষণ ও নিরাময় নিয়ে। বলা হচ্ছে, আক্রান্ত হওয়ার পর ছ্যাপাক্রান্তদের দৈহিক পরিবর্তন খুব একটা হয় না। তাঁদের দেখে বোঝার উপায় নেই যে, কখন থুতু উদ্গিরণ করতে থাকবেন। তবে হ্যাঁ, কিছু ‘ভালো’ মানুষ রকেট ইগনিশনের মতো আওয়াজ দিয়ে থাকেন বটে। তবে ঠোঁট যদি ভেজা থাকে এবং চিপা জায়গার সন্ধানে ইতিউতি তাকানো কাউকে রাস্তায় অনুসন্ধানী রূপে দেখা যায়, সে ক্ষেত্রে সাবধান হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিরাময়ের উপায় অবশ্য এখনো সুনির্দিষ্ট করা যায়নি। সচেতন করে যেহেতু কোনো ফল মিলছে না, সে ক্ষেত্রে উপযুক্ত টিকা পেলে তা ছ্যাপাক্রান্তদের মাথায় ইনজেকশন দিয়ে পুশ করার কথা ভাবা হচ্ছে। এর বাইরে আপাতত আক্রান্তদের গলায় দড়ি দিয়ে বেঁধে বেসিন ঝুলিয়ে দেওয়ার কথা ভাবনায় আছে। তবে এত বেসিন কোথা থেকে আসবে এবং গলায় ঝোলানো সেই বেসিনের পাইপ কোথায় যুক্ত করা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে বিশেষজ্ঞ দল।
যদিও ছ্যাপাক্রান্তদের মধ্যে এতসব উদ্বেগ নিয়ে কোনো চিন্তাই নেই। সাম্প্রতিক জরিপে ছ্যাপাক্রান্তদের জলকণা উদ্গিরণে উৎসাহের কোনো অভাব লক্ষ্য করা যায়নি। ধারণা করা হচ্ছে, ছ্যাপাক্রান্তরা আক্রান্ত হওয়ার একটি নির্দিষ্ট সময় পর চোখ থাকতেও অন্ধ ও কার্যকর কান থাকতেও বধির হয়ে যান!
সারা বিশ্বে আবার ফণা তুলেছে করোনাভাইরাস। নিত্য নতুন রূপে বারংবার ফিরে আসছে এই ভাইরাস। এবার হয়েছে ওমিক্রন। তাতেই পশ্চিম থেকে পুবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে পূর্ণ গতিতে। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো নতুন সমস্যার মুখোমুখি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আর এই সমস্যার মূলে আছি আমরা। বাংলাদেশেও করোনায় সংক্রমণ পরিস্থিতি আগের চেয়ে খারাপ। মৃত্যু ও আক্রান্ত—দুই-ই বাড়ছে। কিন্তু যে রোগ বহুকাল ধরে একই স্ট্রেইনে আছে, সেটি নিয়েই এবার বিশ্বমঞ্চে কাঁপুনি জাগিয়েছে আমাদের দেশের মানুষ। আগে যা শুধু এ দেশের মাটিকে ভেজাত, তা এখন বিশ্বের মাথাব্যথার কারণ। এই গ্যালাক্সির তাবৎ বিশেষজ্ঞরা এখন ‘ছ্যাপাক্রান্ত’দের নিয়ে ব্যাপক টেনশনে।
আর এই ছ্যাপাক্রান্তদের পাওয়া গেছে বঙ্গ দেশের মাটিতে। না, না, কোনো আরটিপিসিআর করতে হয়নি। সার্চলাইট দিয়ে খুঁজতেও হয়নি। এমনিতেই পাওয়া গেছে। শুধু চক্ষু খুলিয়া ঘর হইতে দুই পা ফেলিলেই ছ্যাপাক্রান্তদের দেখা যাচ্ছে। তাদের রোগের চিহ্নও পাওয়া যাচ্ছে যেখানে-সেখানে।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নাম না জানা এক মুখপাত্র জানিয়েছেন, ছ্যাপাক্রান্তদের এত বিপুল সংখ্যা দেখে তাঁরা আতঙ্কিত। গবেষণায় তাঁরা জানতে পেরেছেন, এ দেশের আমজনতা মুখ নিঃসৃত লালা বা থুতুকে সোজা বাংলায় ‘ছ্যাপ’ বলেন। এবং এই ছ্যাপকে যেকোনো চিপায় বা প্রকাশ্য স্থানে ছুড়ে ফেলতে দক্ষ স্থানীয় অনেক কর্মবীর। সেই বীরেরাই ‘ছ্যাপাক্রান্ত’ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞেরা। ছ্যাপ ও আক্রান্ত এই দুই শব্দের সন্ধি করা হয়েছে এ প্রক্রিয়ায়। ইংরেজি বানানেও এ শব্দটিই রাখার ইচ্ছে আছে বিশেষজ্ঞ দলের। কারণ, এতে নাকি ছ্যাপাক্রান্তদের ‘জোশ’ ও নিস্পৃহ ভঙ্গিমা উত্তমরূপে প্রতিফলিত হয়!
বিশেষজ্ঞ দলের ওই মুখপাত্র বলেছেন, করোনার বাড়বাড়ন্তের মধ্যে এ ধরনের ‘স্বভাব’ খুবই ভয়ংকর। এতে করে করোনার সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। যেখানে-সেখানে ছ্যাপ ফেলার এই বিষয়টি অনেক বঙ্গসন্তান খুব স্বাভাবিকভাবেই দেখে থাকেন। তাঁরা মাস্ক খুলে থুতু ফেলেই আবার মাস্ক পরে নেন এবং বিষয়টি এত দ্রুততার সঙ্গে করেন যে, আলোর গতিবেগ মাঝে মাঝে হার মানতে বাধ্য। কেউ কেউ তো মাস্ক পরেনই না। কেউ আবার মাস্ককে থুতনিতে বাড়ি বানানোর জন্য জমি কিনে দিয়েছেন। সব মিলিয়ে এক নানামুখী কারবার।
বিশেষজ্ঞ দলের সঙ্গে ছ্যাপাক্রান্ত কয়েকজনের একান্ত আলাপচারিতায় এক নিদারুণ আশঙ্কা স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে হাজারো উপায়ে সচেতন করার চেষ্টা চললেও বাংলার ঢের মানুষ এ বিষয়ে পুরোপুরি নির্বিকার। তাঁদের কারও কারও সঙ্গে কথা বলে মনে হয়েছে, যেখানে-সেখানে রকেট উৎক্ষেপণের মতো শব্দ উদ্গিরণ করে ছ্যাপ না ফেললে তাঁদের মনের শান্তি নষ্ট হয়!
এ থেকে বিশেষজ্ঞ দলের ধারণা হয়েছে, দেশের অনেক মানুষের মনোদৈহিক কোনো সমস্যা হয়েছে। এটি ‘ছ্যাপ’ নামের নতুন কোনো ভাইরাসের কারণে হয়েছে কিনা, তা এখন বিস্তৃত তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিচিত কোনো ভাইরাসের প্রতিক্রিয়ার সঙ্গে ছ্যাপাক্রান্তদের আচরণের মিল খুঁজে পাওয়া যায়নি। যদিও অনুসন্ধান অব্যাহত আছে। ওই নাম না জানা মুখপাত্র হতাশ কণ্ঠে বলেছেন, ‘এক করোনায় রক্ষা নেই, ছ্যাপ হয়েছে দোসর। আমরা তো পাগল হয়ে যাব!’
এদিকে সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ছ্যাপাক্রান্তদের বাংলাদেশেই সীমাবদ্ধ রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে উচ্চমহলে জোর আলোচনা চলছে। সেই সঙ্গে জোর অনুসন্ধান চলছে ছ্যাপাক্রান্তদের লক্ষণ ও নিরাময় নিয়ে। বলা হচ্ছে, আক্রান্ত হওয়ার পর ছ্যাপাক্রান্তদের দৈহিক পরিবর্তন খুব একটা হয় না। তাঁদের দেখে বোঝার উপায় নেই যে, কখন থুতু উদ্গিরণ করতে থাকবেন। তবে হ্যাঁ, কিছু ‘ভালো’ মানুষ রকেট ইগনিশনের মতো আওয়াজ দিয়ে থাকেন বটে। তবে ঠোঁট যদি ভেজা থাকে এবং চিপা জায়গার সন্ধানে ইতিউতি তাকানো কাউকে রাস্তায় অনুসন্ধানী রূপে দেখা যায়, সে ক্ষেত্রে সাবধান হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিরাময়ের উপায় অবশ্য এখনো সুনির্দিষ্ট করা যায়নি। সচেতন করে যেহেতু কোনো ফল মিলছে না, সে ক্ষেত্রে উপযুক্ত টিকা পেলে তা ছ্যাপাক্রান্তদের মাথায় ইনজেকশন দিয়ে পুশ করার কথা ভাবা হচ্ছে। এর বাইরে আপাতত আক্রান্তদের গলায় দড়ি দিয়ে বেঁধে বেসিন ঝুলিয়ে দেওয়ার কথা ভাবনায় আছে। তবে এত বেসিন কোথা থেকে আসবে এবং গলায় ঝোলানো সেই বেসিনের পাইপ কোথায় যুক্ত করা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে বিশেষজ্ঞ দল।
যদিও ছ্যাপাক্রান্তদের মধ্যে এতসব উদ্বেগ নিয়ে কোনো চিন্তাই নেই। সাম্প্রতিক জরিপে ছ্যাপাক্রান্তদের জলকণা উদ্গিরণে উৎসাহের কোনো অভাব লক্ষ্য করা যায়নি। ধারণা করা হচ্ছে, ছ্যাপাক্রান্তরা আক্রান্ত হওয়ার একটি নির্দিষ্ট সময় পর চোখ থাকতেও অন্ধ ও কার্যকর কান থাকতেও বধির হয়ে যান!
বেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
২ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
৪ দিন আগে