Ajker Patrika

করোনায় খুলনা বিভাগে ৩ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
করোনায় খুলনা বিভাগে ৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ২৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিভাগে ৬২৬ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এর মধ্যে শনাক্তেরও শীর্ষে রয়েছে খুলনা জেলা। জেলায় শনাক্ত ৯৭ জন। কুষ্টিয়ায় ৬০ ও চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া যশোরে তিনজন, ঝিনাইদহে ৯ জন, নড়াইল ও মেহেরপুরে ১১ জন করে শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। 

স্বাস্থ্য বিভাগের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন। মোট প্রাণহানি ঘটেছে ৩ হাজার ২২৭ জনের। 

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩০ জন। 

এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন মোট ৮১৯ জন। অপরদিকে প্রাণহানির সংখ্যায় সবচেয়ে কম ঘটেছে সাতক্ষীরা জেলায়, ৮৯ জনের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত