Ajker Patrika

৩ বার করোনায় আক্রান্ত চিকিৎসক, অতঃপর আত্মহত্যা 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০১
৩ বার করোনায় আক্রান্ত চিকিৎসক, অতঃপর আত্মহত্যা 

তিনবার করোনায় আক্রান্ত হওয়ার পর একটি ভবনের সাততলা থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে মিসরের গিজা শহরে। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৬৬ বছর বয়সী ওই চিকিৎসক অবিবাহিত ছিলেন। তিনি প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। একাধিকবার করোনায় আক্রান্ত হওয়ায় তিনি হতাশ ছিলেন। তিনি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। 

ওই চিকিৎসক গিজা শহরে একটি অ্যাপার্টমেন্টের সাততলায় ৯৬ বছর বয়সী বাবাকে নিয়ে থাকতেন। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই চিকিৎসক তাঁর শেষ দিনগুলোতে বেশ একাকী বোধ করেছিলেন। কর্মক্ষেত্রে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। কেবল একজন গৃহকর্মীর সঙ্গে তিনি দেখা করতেন। 

 মিসরের সংবাদমাধ্যম কায়রো ২৪-এর প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক তাঁর বৃদ্ধ বাবাকে সমস্যার কথা বলতে পারেননি। এ কারণে তাঁর বিষণ্নতার অনুভূতি আরও গভীর হয়। 

এ নিয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত