মেড বাই গুগল ইভেন্ট: পিক্সেল ৯ সিরিজসহ নতুন যেসব পণ্যের ঘোষণা আসতে পারে
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল