আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৬ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৫ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৬ ঘণ্টা আগে