অনলাইন ডেস্ক
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে গুগলের পণ্য উন্মোচনের বার্ষিক ইভেন্ট ‘মেড বাই গুগল’। বহুল প্রতীক্ষিত পিক্সেল ৯ সিরিজসহ নতুন স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে ইভেন্টিতে। নতুন সিরিজটির আওতায় পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এই তিন মডেল উন্মোচন করেত পারে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারেরও ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো ফোল্ডের বিভিন্ন অংশ দেখিয়েছে গুগল। তবে এই ইভেন্টেই পিক্সেল ৯ প্রো ফোল্ড উন্মোচন করা হবে নাকি কয়েকসপ্তাহ পর এটি উন্মোচিত হবে তা নিশ্চিত করে জানা যায়নি।
স্মার্টফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে কোম্পানিটি। এই ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া পিক্সেল বাডস প্রো ২ ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করতে পারে কোম্পানিটি।
গুগলের নতুন পণ্যগুলো নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলোতে টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ক্যামেরার ডিজাইনও পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও এই ইভেন্টে উন্মোচন করা হতে পারে। এতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক ফিচারও যুক্ত করা হবে। চলতি বছরের গুগলের ‘আই/ও’ ইভেন্টে ‘থেফট ডিটেকশন লক’ ফিচার উন্মোচন করে কোম্পানিটি। এটি ফোনের সংবেদনশীল তথ্যের সুরক্ষা দেবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ১৫ এ অন্তর্ভুক্ত করা হবে।
গুগলের নতুন হেডফোন পিক্সেল বাডস প্রো ২ মোট চারটি রঙে আসতে পারে। এর আগের মডেলগুলোর পোরসেলিন (সাদা) ও চারকোল কালো রঙের সঙ্গে এবারের মডেলটি হট পিংক (গাড় গোলাপি) ও অ্যালো (হালকা সবুজ) রঙে পাওয়া যেতে পারে।
গুগলের স্মার্টঘড়ি ‘পিক্সেল ওয়াচ ৩’ দুটি সাইজে বা আকারে পাওয়া যেতে পারে—৪১ এমএম (মিলিমিটার) ও ৪৫ এমএম। ঘড়িটির ডিসপ্লের ব্রাটসনেস ক্ষমতা ২ হাজার নিটস। অর্থাৎ বাইরের তীব্র আলোতেও ঘড়ির ডিসপ্লের ভেতরের বিভিন্ন লেখা ও অ্যানিমেশন ভালো মতো দেখা যাবে। এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
ইভেন্টটি কোথায় ও যেভাবে দেখবেন
আগস্টের ১৩ তারিখ বাংলাদেশি সময় রাত ১১.৩০ টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে। ইউটিউবের ‘মেড বাই গুগল’ চ্যানেল বা গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
৭ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৮ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৮ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১১ ঘণ্টা আগে