ম্যাকের সব মডেলে এম ৪ চিপসেট ব্যবহার করতে পারে অ্যাপল। ডিভাইসগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের জন্য এই চিপ ব্যবহার করবে কোম্পানিটি। সেই সঙ্গে নতুন প্রসেসরও তৈরি করতে পারে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদক মার্ক গুরম্যানের মতে, প্রতিটি ম্যাক কম্পিউটারের মডেলে এম ৪ সিলিকন চিপসেট যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। অর্থাৎ ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও ম্যাক প্রো মডেলে এই চিপসেট ব্যবহার করা হবে। চলতি বছরের শেষের দিকে নতুন ম্যাক মিনিও উন্মোচন করতে পারে অ্যাপল।
এই বছরের শুরুর দিকে বাজারে আনা আইপ্যাড প্রো–তে এম ৪ চিপ ব্যবহার করা হয়। ভালো পারফরম্যান্স ও কর্মদক্ষতার জন্য এতে টিএসএমসি এর (তাইওয়ান সেমিকনডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড) দ্বিতীয় প্রজন্মের ৩ এনএম প্রসেস ব্যবহার করা হয়।
অ্যাপলের শক্তিশালী চিপটি ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করা হবে বলে সেসময় থেকেই ধারণা করছিল ব্যবহারকারীরা।
এর আগে ম্যাক মিনি ও ম্যাক স্টুডিও এর সর্বশেষ সংস্করণে অ্যাপল এম ৩ চিপ ব্যবহার করেনি। এর পরিবর্ততে এম ২ চিপ ব্যবহার করা হয়।
গুরম্যানের মতে, এই বছরের শেষের দিকে এম ৪ চিপের ম্যাকের মডেলগুলো বাজারে আসবে।
তাই যারা ম্যাকবুক প্রো, ম্যাক মিনি বা আইম্যাক আপগ্রেড করতে চায়, তারা সর্বশেষ মডেলের জন্য অপেক্ষা করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। গত বছর অক্টোবরের এক ইভেন্টে হুট করেই এম ৩ চিপের ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে নিয়ে আসে অ্যাপল। তাই এই বছরে অপ্রত্যাশিত কোনো ইভেন্টে এম ৪ চিপের ম্যাক চিপ বাজারে নিয়ে আসলেও অবাক হওয়া কিছু নেই।
ব্লুমবার্গের মতে, এম ৪ চিপের ম্যাকবুক এয়ার, ম্যাক স্টুডিও ও ম্যাক প্রো এর জন্য ব্যবহারকারীদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নতুন চিপটি অন্তত তিনটি সংস্করণে আসবে।
গত মার্চে নতুন ম্যাকবুক এয়ারে এম ৩ চিপ ব্যবহার করা হয়। অ্যাপল বলছে, এম ৪ চিপ সবচেয়ে শক্তিশালী নিউরাল ইঞ্জিন ও এটি কোম্পানির নতুন এআইভিত্তিক ফিচারের জন্য প্রয়োজনীয় প্রসেসিং শক্তি সরবরাহ করবে।
তবে গুরম্যান বলছে, এম ৪ চিপসেট ছাড়াও অন্তত একটি ম্যাক মডেলে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল।
ম্যাকের সব মডেলে এম ৪ চিপসেট ব্যবহার করতে পারে অ্যাপল। ডিভাইসগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের জন্য এই চিপ ব্যবহার করবে কোম্পানিটি। সেই সঙ্গে নতুন প্রসেসরও তৈরি করতে পারে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদক মার্ক গুরম্যানের মতে, প্রতিটি ম্যাক কম্পিউটারের মডেলে এম ৪ সিলিকন চিপসেট যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। অর্থাৎ ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও ম্যাক প্রো মডেলে এই চিপসেট ব্যবহার করা হবে। চলতি বছরের শেষের দিকে নতুন ম্যাক মিনিও উন্মোচন করতে পারে অ্যাপল।
এই বছরের শুরুর দিকে বাজারে আনা আইপ্যাড প্রো–তে এম ৪ চিপ ব্যবহার করা হয়। ভালো পারফরম্যান্স ও কর্মদক্ষতার জন্য এতে টিএসএমসি এর (তাইওয়ান সেমিকনডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড) দ্বিতীয় প্রজন্মের ৩ এনএম প্রসেস ব্যবহার করা হয়।
অ্যাপলের শক্তিশালী চিপটি ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করা হবে বলে সেসময় থেকেই ধারণা করছিল ব্যবহারকারীরা।
এর আগে ম্যাক মিনি ও ম্যাক স্টুডিও এর সর্বশেষ সংস্করণে অ্যাপল এম ৩ চিপ ব্যবহার করেনি। এর পরিবর্ততে এম ২ চিপ ব্যবহার করা হয়।
গুরম্যানের মতে, এই বছরের শেষের দিকে এম ৪ চিপের ম্যাকের মডেলগুলো বাজারে আসবে।
তাই যারা ম্যাকবুক প্রো, ম্যাক মিনি বা আইম্যাক আপগ্রেড করতে চায়, তারা সর্বশেষ মডেলের জন্য অপেক্ষা করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। গত বছর অক্টোবরের এক ইভেন্টে হুট করেই এম ৩ চিপের ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে নিয়ে আসে অ্যাপল। তাই এই বছরে অপ্রত্যাশিত কোনো ইভেন্টে এম ৪ চিপের ম্যাক চিপ বাজারে নিয়ে আসলেও অবাক হওয়া কিছু নেই।
ব্লুমবার্গের মতে, এম ৪ চিপের ম্যাকবুক এয়ার, ম্যাক স্টুডিও ও ম্যাক প্রো এর জন্য ব্যবহারকারীদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নতুন চিপটি অন্তত তিনটি সংস্করণে আসবে।
গত মার্চে নতুন ম্যাকবুক এয়ারে এম ৩ চিপ ব্যবহার করা হয়। অ্যাপল বলছে, এম ৪ চিপ সবচেয়ে শক্তিশালী নিউরাল ইঞ্জিন ও এটি কোম্পানির নতুন এআইভিত্তিক ফিচারের জন্য প্রয়োজনীয় প্রসেসিং শক্তি সরবরাহ করবে।
তবে গুরম্যান বলছে, এম ৪ চিপসেট ছাড়াও অন্তত একটি ম্যাক মডেলে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৭ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে