Ajker Patrika

অনলাইন মিটিংয়ের তথ্য টুকে রাখবে জুমের এই ফিচার

অনলাইন ডেস্ক
Thumbnail image

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডকুমেন্ট ফিচার’ যুক্ত করছে ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুম। ফিচারটির মাধ্যমে এআইকে নির্দেশনা দিলে অনলাইন মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা ডকুমেন্ট হিসেবে টুকে রাখবে প্ল্যাটফর্মটি। গত সোমবার (৫ জুলাই) ফিচারটি চালু করে কোম্পানিটি। 

জুম ডকুমেন্ট বা ডকসের মাধ্যমে ব্যবহারকারীরা মিটিংয়ে সমস্ত অংশগ্রহণকারীদের সঙ্গে আরও সহজে ফাইল শেয়ার করতে পারবে। সেই সঙ্গে ফাইলগুলোতে বিভিন্ন বিষয় লিখতে বা সম্পাদনা করতে জেনারেটিভ এআই ব্যবহার করা যাবে। 

গত বছর অনুষ্ঠিত বার্ষিক ‘জুমটপিয়া’ ইভেন্টের সময় এই ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। ডকুমেন্ট ফিচারটিতে জুমের এআই সহযোগীকে মিটিংয়ের তথ্য টুকে রাখতে, টেবিল ও চেকলিস্ট তৈরি করার নির্দেশনা দেওয়া যাবে। 

সেই সঙ্গে মিটিংয়ে নির্ধারিত কাজ ও প্রক্রিয়াগুলো অনুসরণ করতে সাহায্য করবে। 

এক ব্লগ পোস্টে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম বলেন, জুম ডকুমেন্ট হলো প্রথম জুম ওয়ার্ক প্লেস পণ্য যার জেনারেটিভ এআই একদম শূন্য থেকে তৈরি করা হয়েছে। এটি অনায়াসে জুম মিটিং থেকে তথ্যকে কার্যকরী নথি ও জ্ঞানের ভিত্তিতে সাজিয়ে লিখতে পারে। যাতে মিটিংয়ের সদস্যরা কাজে মনোনিবেশ করতে পারে। 

তিনি আরও বলেন, জুম ওয়ারর্কপ্লেসে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফিচারটি গ্রাহকদের কাছে আরও বেশি মূল্যবান। প্রতিটি কাজে এআই সহযোগী থাকবে এর মাধ্যমে জুম ডক্স মানুষকে ‘খুশি মনে কাজ’ করার ও তাদের দিনের সময় বাঁচানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। 
 
ডকুমেন্ট ফিচারের মাধ্যমে গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দেবে জুম। কোম্পানিটি দুটি আগে থেকে তাদের পণ্যে এআই প্রযুক্তি যুক্ত করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়াইরড বলে, গুগল ওয়ার্কপ্লেসে ৩০০ কোটিরও বেশি ও মাইক্রোসফট টিমের ৩২ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। 

জুমের নতুন ফিচারটি ‘ওর্য়াকপ্লেস’ প্যাকেজে রয়েছে। এই প্যাকেজের জন্য প্রতি মাসে ১৪ থেকে ১৯ ডলার খরচ হয়। অপরদিকে মাইক্রোসফট কোপাইলট ৩৬৫ ব্যবহারের জন্য প্রতি মাসে ৩০ ডলার খরচ করতে হয় ও জেমিনি ব্যবহারের জন্য প্রতি মাসে যথাক্রমে ২০ থেকে ৩০ ডলার খরচ করতে হয়। 

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, মাইক্রোসফট ও গুগলের ডকুমেন্ট ও এআই ফিচারের প্যাকেজে পরিবর্তন করে অনেকেই জুমের প্যাকেজ ব্যবহার করবেন। কারণ ইতিমধ্যে অনেকেই অফিসের মিটিংয়ের জন্য জুম ব্যবহার করেন। 

তথ্যসূত্র: গ্যাজেটস নাও

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত