কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। তবে গ্রোক মডেলটি শুধু এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারেন।
এক ব্লগ পোস্টে এক্সআই বলেছে, বর্তমানে গ্রোক–২ ও গ্রোক–২ মিনি উভয় মডেলই এক্সের বেটা সংস্করণে পাওয়া যাবে।
ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘গ্রোক–২ এর একটি প্রারম্ভিক সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। কোম্পানির পূর্ববর্তী মডেল গ্রোক ১.৫ মডেল থেকে এটি আরও উল্লেখযোগ্য পদক্ষেপ। এবারের সংস্করণে চ্যাট, কোডিং এবং যুক্তি দেওয়ার ক্ষমতা আরও উন্নত করা হয়েছে। সেই সঙ্গে গ্রোক–২ এর চেয়ে ছোট গ্রোক–২ মিনি সংস্করণ চালু করছি। গ্রোক ২-এর একটি প্রাথমিক সংস্করণ এলএমএসওয়াইএস লিডারবোর্ডে (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই মডেল মূল্যায়ন করার একটি সিস্টেম) ‘সাস-কলাম-আর’ নামে পরীক্ষা করা হয়েছে।’
ডেভেলপারদের নিজস্ব অ্যাপ্লিকেশন ও সিস্টেমে ব্যবহারের জন্য উভয় মডেল এই মাসের শেষের দিকে চালু করবে এক্সএআই।
রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিতে বাধা দেয় অন্যান্য এআই মডেলগুলো। তবে এমন কোনো বাধা নেই গ্রোকে। ইতিমধ্যে এই সুবিধা ব্যবহার করে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করছেন অনেক ব্যবহারকারী। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সুবিধা দেওয়ার জন্য যচাপের সম্মুখীন হতে পারে কোম্পানিটি।
গ্রোক–২ এর প্রকৃত ক্ষমতা সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া গেছে। কোড, টেক্সট ও খবরের সারসংক্ষেপ তৈরিতে গ্রোক–২ আরও দক্ষ বলে দাবি করেছে অ্যাপ গবেষক নিমা ওজি। যদিও এটি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই। সংবাদের সারসংক্ষেপ তৈরির সময় গ্রোকের প্রথম সংস্করণটি অনেকবার ভুল তথ্য দিয়েছে বলে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছে।
এআই দিয়ে ছবি তৈরিতে কোনো বাধা না থাকায় খুব সহজেই ভুয়া তথ্য ছড়ানোর টুলে পরিণত হতে পারে গ্রোক মডেলটি। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
এক্সএআই বলেছে, এক্সের সঙ্গে গ্রোক ২ ও গ্রোক–২ মিনির এআইভিত্তিক ফিচারগুলো যুক্ত করা হবে। এর মাধ্যমে এক্সের রিপ্লাই, সার্চ, ও পোস্ট বিশ্লেষণ ক্ষমতা উন্নত করা হবে। । অর্থাৎ এআই ব্যবহার করে ফলোয়ারদের রিপ্লাই দেওয়ার সুবিধাও এক্সে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। তবে গ্রোক মডেলটি শুধু এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারেন।
এক ব্লগ পোস্টে এক্সআই বলেছে, বর্তমানে গ্রোক–২ ও গ্রোক–২ মিনি উভয় মডেলই এক্সের বেটা সংস্করণে পাওয়া যাবে।
ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘গ্রোক–২ এর একটি প্রারম্ভিক সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। কোম্পানির পূর্ববর্তী মডেল গ্রোক ১.৫ মডেল থেকে এটি আরও উল্লেখযোগ্য পদক্ষেপ। এবারের সংস্করণে চ্যাট, কোডিং এবং যুক্তি দেওয়ার ক্ষমতা আরও উন্নত করা হয়েছে। সেই সঙ্গে গ্রোক–২ এর চেয়ে ছোট গ্রোক–২ মিনি সংস্করণ চালু করছি। গ্রোক ২-এর একটি প্রাথমিক সংস্করণ এলএমএসওয়াইএস লিডারবোর্ডে (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই মডেল মূল্যায়ন করার একটি সিস্টেম) ‘সাস-কলাম-আর’ নামে পরীক্ষা করা হয়েছে।’
ডেভেলপারদের নিজস্ব অ্যাপ্লিকেশন ও সিস্টেমে ব্যবহারের জন্য উভয় মডেল এই মাসের শেষের দিকে চালু করবে এক্সএআই।
রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিতে বাধা দেয় অন্যান্য এআই মডেলগুলো। তবে এমন কোনো বাধা নেই গ্রোকে। ইতিমধ্যে এই সুবিধা ব্যবহার করে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করছেন অনেক ব্যবহারকারী। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সুবিধা দেওয়ার জন্য যচাপের সম্মুখীন হতে পারে কোম্পানিটি।
গ্রোক–২ এর প্রকৃত ক্ষমতা সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া গেছে। কোড, টেক্সট ও খবরের সারসংক্ষেপ তৈরিতে গ্রোক–২ আরও দক্ষ বলে দাবি করেছে অ্যাপ গবেষক নিমা ওজি। যদিও এটি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই। সংবাদের সারসংক্ষেপ তৈরির সময় গ্রোকের প্রথম সংস্করণটি অনেকবার ভুল তথ্য দিয়েছে বলে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছে।
এআই দিয়ে ছবি তৈরিতে কোনো বাধা না থাকায় খুব সহজেই ভুয়া তথ্য ছড়ানোর টুলে পরিণত হতে পারে গ্রোক মডেলটি। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
এক্সএআই বলেছে, এক্সের সঙ্গে গ্রোক ২ ও গ্রোক–২ মিনির এআইভিত্তিক ফিচারগুলো যুক্ত করা হবে। এর মাধ্যমে এক্সের রিপ্লাই, সার্চ, ও পোস্ট বিশ্লেষণ ক্ষমতা উন্নত করা হবে। । অর্থাৎ এআই ব্যবহার করে ফলোয়ারদের রিপ্লাই দেওয়ার সুবিধাও এক্সে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এআই যুগের সঙ্গে তাল মেলাতে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হবে। এমনকি ইউটিউবে যুক্ত হতে পারে স্বয়ংক্রিয় ডাবিংও। তবে এসব এআই ভিত্তিক ফিচারগুলো তৈরি হবে কনটেন্ট নির্মাতাদের ডেটার ওপর...
২ ঘণ্টা আগেবিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
৪ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৫ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১ দিন আগে